"প্রশাসনের অন্তরালে" বইটির সম্পর্কে কিছু কথা: মানুষকে প্রতিনিয়ত বিচিত্র অভিজ্ঞতা অর্জন ও নানা ঘটনার সম্মুখীন হতে হয় । প্রশাসনে চাকুরেদের ক্ষেত্রে এ অভিজ্ঞতার ধরন-ধারণ আরও বেশি বৈচিত্র্যময়, আগ্রহােদ্দীপক একই সঙ্গে বহুমুখী ও বিস্ময়কর। অন্তরালে সংঘটিত হয় বলে এসব ঘটনার অধিকাংশই সাধারণ মানুষের অজানা থেকে যায়। তাই প্রশাসনের অন্তরালে কী হচ্ছে না-হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে প্রবল । প্রশাসনের অন্তরালে বইটি এসব অজানা ঘটনা ও ইতিবৃত্ত জানার একটি অনবদ্য কথনক্ষেত্র। এখানে এমন কিছু ঘটনার বর্ণনা রয়েছে। যা যেমন হৃদয়স্পর্শী তেমনি রােমাঞ্চকর ও অশ্রুতপূর্ব। প্রশাসনে দীর্ঘ প্রায় ত্রিশ বছর চাকরিকালীন লেখকের । ব্যক্তিগত অভিজ্ঞতায় অর্জিত এমন কিছু মুগ্ধকর ঘটনা। এখানে বিধৃত- যা পড়লে পাঠকমাত্রই বিশ্বাস-অবিশ্বাস আর সংশয়-শিহরনের দোলায় অভিভূত হয়ে পড়বেন। প্রশাসন-প্রশাসক সম্পর্ক, প্রশাসকদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, রাজনীতি-প্রশাসন সম্পর্ক ও টানাপােড়েন, ব্যক্তি ও গােষ্ঠীস্বার্থের দ্বন্দ্ব, সরকারে তার প্রভাব এবং প্রশাসকের চোখে সাধারণ জনগণ প্রভৃতি বিষয়। এখানে নানা হৃদয়গ্রাহী ঘটনার মধ্য দিয়ে সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। চাকরিজীবনে লেখককে কত বিচিত্র ও বিস্ময়কর পরিস্থিতির সামনে পড়তে হয়েছেএসবের চমত্তার বিবরণ পাওয়া যাবে এখানে। ভিন্ন। আঙ্গিকে রচিত ও ভিন্ন কৌশলে পরিবেশিত এ বইটি আপনার জ্ঞানভান্ডারে দিতে পারে অজানা অনেক বিষয়ের সন্ধান ।
শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা । ড. মােহাম্মদ আমীন ১৯৬৩ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ গ্রামে। জন্মগ্রহণ করেন। পিতার নাম নুরুল ইসলাম, মাতার নাম সকিনা বেগম। পিতামহ মৌলানা গােলাম শরীফ বড়াে হুজুর নামে খ্যাত। বাড়ির পাশে অবস্থিত। দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড. মােহাম্মদ আমীনের আনুষ্ঠানিক অধ্যয়নের সূচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে। বিএসসি (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। | আমেরিকা থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। বাংলা বানান গবেষণায় তিনি অন্যতম একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। বাংলা ব্যাকরণ, বাংলা বানান ও বাংলা ভাষা নিয়ে এ পর্যন্ত রচিত তাঁর গ্রন্থের সংখ্যা। ত্রিশ । উপন্যাস, রম্যরচনা, ছােটোগল্প, প্রবন্ধ, রূপকথা, শিশুতােষ সাহিত্য, সাইন্স ফিকশন, জীবনী, ইতিহাস, আইন, বাংলা বানান, গবেষণা প্রভৃতি তার লেখালেখির ক্ষেত্র। নানা বিষয়ে তাঁর লেখা। গ্রন্থসংখ্যা ১৪০। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি। একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা বানান বিষয়ে শিক্ষাদান করে থাকেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব অটোয়া, অন্টারিও, কানাডায় ভাষাবিজ্ঞান বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্বরত আছেন।