"কৃষি ও কৃষকের বঙ্গবন্ধু" বইটির 'এই বই প্রসঙ্গে' অংশ থেকে নেয়াঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিস্মরণীয় মহান নেতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি একটি স্বাধীন দেশের প্রতিষ্ঠতা প্রাণপুরুষ হয়ে উঠে ছিলেন, বহু ত্যাগ তিতিক্ষা আর সংগ্রামের বন্ধুর পথ পাড়ি দিয়ে। হয়ে উঠেছিলেন গণমানুষের ভালােবাসায় সিক্ত এক দীপ্তিময় কালপুরুষ। সংগ্রামী পথ পরিক্রমায় বিভিন্ন শ্রেণি পেশা, ধর্মাবলম্বী, নারী পুরুষের লােকায়ত জীবনকে আলিঙ্গন করেছেন স্বমহিমায়। জনদাবিকে এগিয়ে নিতে সংগঠন গড়ে তােলা, জেল জুলুম নির্যাতন সয়ে যাওয়া, মানুষের চাওয়া-পাওয়াকে অন্তরে ধারণ করা, কায়েমি রাজশক্তিকে মােকাবেলা, ভিন্ন মত ও পথ অনুসারীদের সঙ্গে ইতিবাচক মিথস্ক্রিয়ার মাধ্যমে পরম অভিষ্টে এগিয়ে যাওয়ার অনবদ্য জীবন বঙ্গবন্ধুর। সেই অনবদ্য সংগ্রামী জীবনের বহু আলেখ্য বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দিক উঠে এসেছে, সেখানে রাজনীতির বিবর্তন, সংগ্রামকে এগিয়ে নেয়া, শিশু বাৎসল্য, সহযােগী রাজনীতিকদের প্রতি দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদ বিকাশে অবদান, উপনিবেশিক শক্তিকে কীভাবে মােকাবেলা করেছেন, জেল-জীবনের ইতিবৃত্ত, রাজনৈতিক কর্মধারার বিশ্লেষণ, রাষ্ট্র পরিচালনা, বিশ্ব রাজীতিতে ভূমিকা; বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে প্রায় অনেক জীবন কথা রচিত হয়েছে। যে বিষয়টা তেমন গ্রন্থিত হয়নি পুস্তকাকারে সে হলাে, কৃষি ও কৃষক নিয়ে বঙ্গবন্ধুর একান্ত ভাবনা এবং তা কীভাবে রূপায়ণ প্রচেষ্টা গ্রহণ করেছেন, নির্ভরযােগ্য তথ্যাদি দিয়ে, তার বিশ্লেষণ খুব একটা দেখিনি। বঙ্গবন্ধু বিষয়ক জীবনীগ্রন্থসমূহ পাঠে আমার তেমনটাই উপলব্ধি হয়েছে। একজন কৃষি অর্থনীতিবিদ হিসেবে এ অপূর্ণতা কিছুটা পূরণ করতে গিয়ে আমার এ ক্ষুদ্র প্রয়াস, যা আমার কামনা ছিল বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পুস্তকাকারে প্রকাশ হােক।