"আপনার প্রতিবেশী" বইয়ের সংক্ষিপ্ত কথা: আমার জানামতে উপমহাদেশের উলামায়ে কেরামের মাঝে হযরত থানবী রহমাহুল্লাহ’র পরে যার লেখনি সবচে’ বেশি আলো বিলিয়েছে তিনি হলেন-শায়খুল ইসলাম আল্লামা তকী উসমানী। তিনি জীবনের প্রতিটি অনুষঙ্গে কথা বলেছেন, কলম ধরেছেন। তিনি যা বলেন পরবর্তীতে তা বইয়ে রূপ নেয়। বিশাল কলেবরে গ্রন্থাকারে প্রকাশিত ‘ইসলাহী খুতুবাত’সহ অন্যান্য গ্রন্থাবলী সে কথাই বলে। জুমআর খুতবাপূর্ব বয়ানের জন্য অনেকদিন যাবৎ প্রতিবেশীর অধিকার নিয়ে লেখা বই খুঁজছিলাম। ঘটনাক্রমে বাংলাভাষায় এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো বই চোখে পড়েনি। শায়খুল ইসলাম আল্লামা তকী উসমানীর ‘ইসলাহী খুতুবাত’ খুলে দেখি, এ বিষয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে শায়খের দুটি বক্তব্য রয়েছে। কয়েকদিন পর প্রতিবেশীর হক সম্পর্কীত শায়খের বয়ানের তৃতীয় আরেকটি রিসালার সন্ধান পেলাম। রিসালাগুলো পড়ে খুবই উপকৃত হলাম। জুমআতে এ বিষয়ে আলোচনা করলাম। মনে হল, রিসালা তিনটি একত্রে বাংলা ভাষায় বই আকারে প্রকাশ করতে পারলে সর্বসাধারণ উপকৃত হবে, সে মানসিকতা থেকেই বক্ষমান গ্রন্থের অবতারণা। গ্রন্থের শেষে প্রতিবেশীর অধিকার ও মর্যাদা বিষয়ক ৪৫টি হাদীস ও আছার মূল পাঠ ও অনুবাদসহ সংযোজন করা হয়েছে। পাঠকের দৃষ্টিতে কোথাও কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হলে আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে আমরা তা শুধরে নেব ইনশাআল্লাহ।
প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী শুধু ইসলামের নানা বিষয় নিয়ে বই রচনা করেননি, তিনি একাধারে ইসলামি ফিকহ, হাদীস, তাসাউফ ও ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ। আর তা-ই নয়, তিনি একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতে, এমনকি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চেরও বিচারক পদে আসীন ছিলেন। মুফতী মুহাম্মদ তকী উসমানী ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে ১৯৪৩ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হলে তার পরিবার পাকিস্তানে চলে আসে এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। শিক্ষাজীবনে তিনি বিভিন্ন জায়গা থেকে ইসলামি নানা বিষয়সহ অন্যান্য বিষয়েও শিক্ষা নিয়েছেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যেখান থেকে অর্থনীতি, আইনশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। আর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন আরবি ভাষা ও সাহিত্যে এম.এ. ডিগ্রি। দারুল উলুম করাচি থেকে পিএইচডি সমমানের ডিগ্রি অর্জন করেছেন ইসলামি ফিকহ ও ফতোয়ার উপর। সর্বোচ্চ স্তরের দাওয়া হাদিসের শিক্ষাও তিনি একই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন ইসলামি বিষয়, যেমন- ফিকহ, ইসলামি অর্থনীতি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ফিকহ একাডেমির স্থায়ী সদস্যপদ রয়েছে তাঁর। পাকিস্তানে 'মিজান ব্যাংক' নামক ইসলামি ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে ইসলামি অর্থনীতির প্রসারে তিনি বিশেষ অবদান রেখেছেন। তিনি রচনা করেছেন অসংখ্য বইও। তকী উসমানীর বই এর সংখ্যা ৬০ এর অধিক। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী এর বই সমূহ রচিত হয়েছে ইংরেজি, আরবি ও উর্দু ভাষায়। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী এর বই সমগ্র এর মধ্যে 'Easy Good Deeds', 'Spiritual Discourses', 'What is Christianity?', 'Radiant Prayers' ইত্যাদি ইংরেজি বই, ও 'তাবসেরে', 'দুনিয়া মেরে আগে', 'আসান নেকিয়া' ইত্যাদি উর্দু বই উল্লেখযোগ্য। এসকল বই ইসলাম প্রসারে, এবং বিভিন্ন ইসলামি ব্যাখ্যা প্রদান ও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।