“ওয়াইফ অব শার্লক হোমস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ কয়েকটা কালাে হাত এগিয়ে আসছে তার দিকে। চোখটা খুলে রাখতে পারছে। না। মাথায় কি অসহ্য ব্যথা। মুখগুলােও শনাক্ত করতে পারছে না ঠিক করে। কিসের যেন একটা গন্ধ আসছে নাকে। কিসের গন্ধ সেটাও ঠিক ঠাওর করতে পারছে না। মনে হলাে কালাে হাতগুলাে সরে যাচ্ছে। কিন্তু আরাে ভয়ংকর কিছুর জন্য তার অবচেতন মন তাকে ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ করে বিকট শব্দ হলাে। কিছু দুমড়েমুচড়ে যাওয়ার শব্দ। শেষ রক্ষা হলাে না। বড্ড দেরি হয়ে গেল। সে ক্রমেই তলিয়ে যেতে লাগল। কিন্তু এই বন্ধ ঘরে পানি আসছে কোথা থেকে! মাথার যন্ত্রণা আরাে বেড়ে গেল। তবুও সে অনেক কষ্টে চোখ খােলার চেষ্টা করল। চোখ কিছুটা ফাক হতেই তার বুক ধক করে উঠল। এ যে পানি নয়, রক্ত! দম বন্ধ হয়ে আসতে লাগল। মাথার যন্ত্রণা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। পুরাে শরীরে। ঘরে রক্তের বন্যাও বাড়ছে হু হু করে। হাঁটু পর্যন্ত উঠে এসেছে। চোখ বন্ধ হয়ে গেল তার। তবে কি সে জীবনের শেষ মুহূর্তে চলে এসেছে? অন্ধকার ঠেলে দিয়ে চোখে ভেসে উঠল তার জীবনের কিছু সুন্দর সময়। ভেসে উঠল একে একে ভালােবাসার মানুষগুলাের চেহারা। বাবা, মা, আর.....