মিশকাত কিতাবের বৈশিষ্ট্য : ১. শুরুতে উলুমুল হাদিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সংযোজন করা হয়েছে। ২. প্রত্যেক পৃষ্ঠার শুরুতে কিতাব ও বাবের শিরোনাম উল্লেখ করা হয়েছে। ৩. কুরআনের আয়াতগুলোকে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। ৪. কোন শব্দের একাধিক লুগাত থাকলে সেটাও উল্লেখ করা হয়েছে। ৫. মতনকে অধিকতর স্পষ্ট করার লক্ষে বাইনাসসতরে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। ৬. কিতাবের শুরুতে মাও. আব্দুল হালিম রহ. এর কর্তৃক রচিত ‘আল বিদায়াতুল মুযজাত...’ রিসালাটি যুক্ত করা হয়েছে। ৭. দ্বিতীয় ও তৃতীয় ফসলের প্রতিটি হাদিসের মান উল্লেখ করা হয়েছে; যা আর কোন কিতাবে নেই। ৮. ফিকহী আলোচনাকে সুন্দর ও বিন্যস্তভাবে ছঁক আকারে উল্লেখ করা হয়েছে। ৯. কোথাও দু হাদিসের মাঝে বৈপরিত্য পরিলক্ষিত হলে, সেটাও উল্লেখ করে তাতবিকের মাধ্যমে তার সমাধান করা হয়েছে। ১০. কোন হাদিসের পেক্ষাপট থাকলে সেটাও উল্লেখ করা হয়েছে। ১১. দুর্লভ শব্দাবলীর মু’জাম উল্লেখ করা হয়েছে। ১২. কিতাবের শেষে ‘আল ইকমাল ফি আসমা ইর রিজাল ’ সংযোজন করা হয়েছে। ১৩. হিন্দুস্তানী মূল মতনের সাথে মিল রেখে প্রতিটি হাদিসের নম্বর উল্লেখ করা হয়েছে। ১৪. কোথাও নূসখার ভিন্নতা থাকলে চিহ্নিত করে একাধিক নূসখার শব্দগুলোও দেখিয়ে দেয়া হয়েছে। ১৫. ঝকঝকে ছাপা ও উন্নত বাধাই। চোখ জুড়ানো বর্ণ বিন্যাস ইত্যাদি। আরো অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য নিয়ে মাকতাবাতুত তাকওয়ার এই মিশকাতুল মাসাবিহ কিতাবটি বাজারের শীর্ষস্থান দখল করে রেখেছে।