ভালোবাসার ধর্মে, ভালোবাসা হারানোই নাকি ভালোবাসার সুখ। জীবনের সকল প্রতিকূলতায় হাজারো স্বপ্নে মোড়ানো আশাটাকে বিসর্জন দিয়ে অর্জন করে নিতে হয় সেই সুখ। নিরবে সহ্য করা নিষ্ঠুর আচরণটার চরম প্রতিবাদ আর লুকিয়ে থাকা কাগজের বুককে ক্ষত করে কলমের আঁচড়ে লিখে যাওয়া ভালোবাসার সেই গল্পগুলো, অনেক সময়ই হেরে যায় পরিবার নামক পাথুরে তৈরি কঠিন প্রাচীরের আঘাতে। ধনী-দরিদ্রের পারিবারিক বৈষম্য সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে। কালের বিবর্তনে আজও আমাদের সমাজ দর্পণে সেই ভেদাভেদ বিদ্যমান। এর পরেও সমস্ত ভেদাভেদ ভুলে কিছু কিছু তরুণ-তরুণীর মাঝে গড়ে ওঠে একটা বিশেষ সম্পর্ক। অনুভূতির ভাষায় বোধ হয় একেই বলে প্রেম বা ভালোবাসার সম্পর্ক। কিছু কিছু ধনী পিতামাতা তাদের সমস্ত মান সম্মান ও পারিবারিক ঐতিহ্য বিসর্জন দিয়ে সন্তানদের এমন সম্পর্ক মেনে নিলেও কিছু কিছু পিতামাতা তা মেনে নিতে পারেন না কখনোই। ফলে সেসব তরুণ-তরুণীর জীবনে নেমে আসে করুণ পরিণতি। অবশেষে তাদের সেই সম্পর্কের সমাপ্তির সাথে সাথে অনেক সময় ইতি ঘটে তাদের মূল্যবান জীবনেরও। এমন একটি সম্পর্কের টানাপোড়েন এবং শুন্যে মিলিয়ে যাওয়া অনুভূতির গল্প নিয়ে লেখা উপন্যাসগ্রন্থ “অবসান”।