"নক্ষত্রের অয়োময় সংসার" বইয়ের সংক্ষিপ্ত কথা: কবির প্রথম কাব্যগ্রন্থ থেকেই নিরন্তর সন্ধানী এক কবিসত্তার মুখোমুখি হয়েছি আমরা। নিজের অস্তিত্ব, মা বাবা, আত্মীয়জন, চারপাশের পৃথিবী নিয়ে তাঁর চেতনা আবর্তিত হয়েছে চিরন্তন প্রেমে। সহজ সরল ভাষায় নিষ্পাপ আবেগমাখা ছন্দোময় অনায়াস উচ্চারণে কিছু প্রশ্ন ছুড়ে দেন তিনি... ‘তুই কি আমার মন উচাটন একলা দুপুর?/ খুব গরমে একটু শীতল/ হিজল তমাল, পাতার নূপুর?’ [ইচ্ছে ঘুড়ি] অথবা- ‘এমন কিছু কষ্ট আছে/ হেঁসেলজুড়ে আনাজপাতির/ সঙ্গে থাকে/ উড়তে থাকে ভাতের ভাপে/ চুলোর তাপে ভীষণ রকম /পুড়তে থাকে’ এমন তরো ভাষা প্রকাশভঙ্গী, ছন্দের ব্যবহার থেকে চেনা যায় একজন কবিকে। এ সমস্তই যে কোনো কবির প্রাথমিক অর্জন। বলতে বাধা নেই কবি শাহ্নাজ পারভীন কবিতার মূল শর্ত জেনেই পা রেখেছেন কবিতার জগতে। স্বদেশ এবং জাতিচেতনার নিঃশব্দ আগুন, সমাজ ও সমকাল হয়ত কখনো কখনো ছুঁয়ে গিয়েছে তাঁর কবিতাকে, কিন্তু ব্যক্তিচেতনা, যা আধুনিক কবিতার উপপাদ্য বলে মনে করেন অনেকেই, ছড়িয়ে আছে তাঁর অধিকাংশ কবিতায়। মনস্ক পাঠকেরা যার মধ্যে কিছু মণি মাণিক্য পেয়ে যাবেন বলেই আমার বিশ্বাস। এবারের বইমেলায় প্রকাশ হচ্ছে তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের অয়োময় সংসার’।
শাহনাজ পারভিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ (সম্মান), এমএ এবং পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর স্থায়ী বাসিন্দা। শাহনাজ উপজেলা সদরের স্থায়ী বাসিন্দা। পারভিনের গবেষণার ক্ষেত্র প্রধানত নারী ও মুক্তিযুদ্ধ হলেও তিনি আঞ্চলিক ইতিহাস নিয়েও গবেষণা ও লেখালেখি করেন। ইতোমধ্যে তাঁর সাতটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ।