"পাপের শাস্তি" বইটির দুটি কথা নামক অংশ থেকে নেয়াঃ عن عائشة رضي الله تعالى عنها قالت : يا رسول الله ! نرى الجهاد أفضل العمل أفلا مجاهد ؟ فقال لكن أفضل الجها؛ حج مبرور. হযরত আয়িশা সিদ্দীকা (রা.) হতে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! জিহাদকে আমরা সর্বোত্তম ইবাদত হিসেবে জানি, তাহলে আমরা নারীগণ কি জিহাদে অংশগ্রহণ করবাে না? প্রতিউত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, (অবশ্যই অংশগ্রহণ করবে) তবে তােমাদের জন্য সর্বোত্তম জিহাদ হল ত্রুটিমুক্ত, নির্ভেজাল হজ্ব। মুফতী আব্দুল গাফফার সাহেব (দা. বা.) বিভিন্ন মজলিসে যুগােপযােগী এবং প্রয়ােজনীয় আলােচনা করে থাকেন। (আল্লাহ তা'আলা তার দ্বারা আমাদের আরাে উপকৃত করুন)। আলােচনাগুলাে নিয়মিত রেকর্ড হয় এবং তাঁর খাদেমা হওয়ার সুবাদে রেকর্ডগুলাে আমার হস্তগত হয়। সেখান থেকে বাছাই করে আমি কয়েকটি আলােচনা লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। বক্ষ্যমাণ পুস্তিকাটি সে চেষ্টারই ফসল। কাজ চলছে, আল্লাহ রাব্বল আলামীন তৌফিক দিলে আগামীতে আরাে বয়ান প্রকাশিত হবে ইনশাআল্লাহ। সামাজিক ব্যাধির ন্যায় কিছু গুনাহ আমাদের মাঝে বর্তমান থেকে আমাদের আমল-আখলাক কুড়ে কুড়ে খাচ্ছে। এসব অপকর্মের রূপ যেমন জঘন্য, পরিণতিও তেমন ভয়ংকর। এগুলাে এক একটা মরণব্যাধি, যা ব্যক্তি ও সমাজকে বরবাদ করে দেয়। চুপ থাকলে, সমাজকে সতর্ক না করলে, সেদিন বেশী দূরে নয় যেদিন এগুলাে মহামারি আকার ধারণ করবে এবং সর্বত্র ছেয়ে যাবে। যেমনটি হয়েছিল পূত সম্প্রদায়ের ক্ষেত্রে এবং তাদের ভয়ানক পরিণতি ডেকে এনেছিল। পুস্তিকাটিতে তাদের সে করুণ ইতিহাসেরই সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। জ্ঞানীরা বলেন, ইতিহাসই সর্বোত্তম উপদেশদাতা'। স্বয়ং আল্লাহ পাকও কুরআনের একাধিক স্থানে তাদের ইতিহাস তুলে ধরেছেন।