“এলোমেলো পংক্তিমালা ২” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা: প্রেম, বিরহ, অভিমান, দ্রোহ- এসবই মানবজীবনের অবিচ্ছেদ্য অনুভূতি। মানুষের মনের ভেতর আছে এক বিশাল খােলা আকাশ। সেই আকাশে কখনাে রােদের ঝিকিমিকি, কখনাে আলাে-ছায়ার লুকোচুরি খেলা। আবার কখনাে আষাঢ়ের ঘন মেঘের ঘনঘটা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মতাে জেগে ওঠে স্মৃতি। আবার হারিয়ে যায়। বিস্মৃতির অতলে। কখনাে মনের খােলা আকাশে গাংচিলের অবাধ ওড়াউড়ি, কখনাে খাঁচায় বন্দি ছটফটে মুনিয়া ডানা ঝাপটায় সেই আকাশে তাকিয়ে। কখনাে মনের আকাশ ঢাকে অভিমানী ছাইরঙা মেঘ, কখনাে প্রতিবাদী মন বিদ্রোহী হয়, মুক্তির পথ খুঁজে ফেরে ইথারে। এসব দিনযাপনের আটপৌরে অনুভূতিগুলাে এলােমেলাে হয়ে ছড়িয়ে আছে এলােমেলাে পঙক্তিমালার পঙক্তিজুড়ে। জীবনের অর্কেস্ট্রায় বেজে ওঠা সম্মােহনী জীবনের সুর অথবা পথভােলা পথিকের দিগ্ভ্রান্ত মােহগ্রস্ততা উঠে এসেছে এসব কবিতার ছত্রে ছত্রে। ঠিক তেমনই আলাে-ছায়া জীবনের এপিঠ-ওপিঠ আর একেবারে মনের অন্দরমহল থেকে তুলে আনা অনুভূতিগুলাে প্রকাশ করা হলাে সাদা-কালাে অক্ষরের ঠাসবুননে। আশা করি, বিষয় বৈচিত্র্য আর নানান বর্ণিল উপচারে সমঝদার পাঠকের মন মাতাবে এই এলােমেলাে পঙক্তিমালা’র পঙক্তিগুলাে ।
সাদিয়া শারমিন পিংকী। জন্ম চুয়াডাঙ্গায়। পিতা প্রয়াত রাশেদ-উল-ইসলাম জোয়ারদার ও মাতা সাবিনা ইয়াসমিন। স্বামী তাওফিক কবির চৌধুরী রায়হান। পারিবারিকভাবেই সংস্কৃতির পরিমণ্ডলে বেড়ে ওঠা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর এবং বিএড ডিগ্রি অর্জন করেন। অতঃপর শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন চট্টগ্রামের সনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতার পাশাপাশি লেখালেখি তার নেশা। দুই ভাইবােনের মধ্যে বড়াে ভাই সাদিক আনাম জোয়ারদার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দুই কন্যাসন্তান নিয়ে ব্যস্ততার পাশাপাশি লেখালেখিতে সময় দিতেই স্বাচ্ছন্দ্যবােধ করেন। বাবার উৎসাহে লেখার হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই লেখালেখির শুরু। প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ ‘প্যানডােরার বাক্স ও এলােমেলাে পঙক্তিমালা'।