"মন মুকুরের ভেলা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ মন দর্পণের প্রতিফলনে ভেসে ছন্দময় ‘মন মুকুরের ভেলা’ কাব্যগ্রন্থ। ছন্দের মাধুর্যতায় বাংলা কবিতা সর্বত্র ঋদ্ধ এবং সমৃদ্ধ শ্রুতিমধুরতায় বিশ্বের সেরা ভাষা। ছন্দমুগ্ধতায় বিশ্বে ১নং স্থানে অধিষ্ঠিত আমাদের প্রাণের বাংলা ভাষা। ছন্দ অলংকারে প্রসিদ্ধ আমার বাংলা ভাষা। ছন্দের কারণেই, কবিতা আমাদের মুখস্ত থাকে, মনে থাকে। মাটির সোঁদা গন্ধ, সহজ সরল গ্রামীণ আতিথেয়তা, অহরহ প্রাণপ্রিয় দেশের ভালােবাসা ও স্রষ্টা প্রেমের প্রেরণায় উদ্বুদ্ধ অন্তরের প্রদীপ্ত প্রতিফলনে রচিত পাঁচটি অধ্যায়ে ‘মন মুকুরের ভেলা' গ্রন্থটি। সিংহভাগ কবিতা অক্ষরবৃত্তে লেখা হলেও সনেট, পয়ার, মুক্তক ছন্দে সমৃদ্ধ ছন্দমধুর দেশের কবিতা হৃদয় ছোঁয়া গ্রাম বাংলার মধুরতা মাখানাে ছন্দমুগ্ধ কবিতাসমূহ স্থান পেয়েছে ‘মন মুকুরের ভেলা’য়। মন দর্পণের প্রতিফলনে ভেসে, সুখময় জীবনের উল্লাসে প্রলুব্ধ অন্তরের ছন্দময় কবিতাসমূহ পাঠক মনে ছন্দচিহ্ন রেখে যাবে এটাই প্রত্যাশা। কবির ভাষ্যে: ‘শন শন বায়ু বয় কনকনে শীত নদী তীরে বসে শুনি ভাটিয়ালি গীত। বসন্তের ছোঁয়া লাগা এমন সময় কলুষতা দূর হয়ে ভরুক হৃদয়।
মাহমুদ রেজা ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নাড়ির যোগাযোগে বাড়ির ঠিকানা। প্রবাসী কর্মজীবনে লেজার প্রকৌশলী। বর্তমান আবাস সুইডেনের গোথেনবার্গ শহরে। ভেসে উঠে প্রতি ক্ষণে প্রবাস জীবনে রয়েছি সে সব দিনে যা ছিল পিছনে, হৃদয় আকুল করে ফিরতে নিজের ঘরে নাড়ির সুতা জড়ানো দেশের জমিনে। হুট করে ছুটে যায় মন, দেশে থাকতে চায় এখন, দূরে থাকার এই তো জীবন, প্রতিনিয়ত অবিমিশ্র ধাবন।