"ইতিহাসের সত্য গল্প" বইয়ের ফ্ল্যাপের লেখা: বইটি ইতিহাসের, আবার গল্পেরও। গল্পের মতাে করে ইতিহাসের সত্য কাহিনিগুলােকেই বলে গেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও গবেষক খন্দকার মাহমুদুল হাসান। বইটার শুরু হয়েছে সেই অদ্যিকালের ঘটনা দিয়ে, যখন মানুষ জানত না টাকাপয়সার ব্যবহার পর্যন্ত। তারপর একে একে উঠে এসেছে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ সব ঘটনা। আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসও। মুঘল আমলে সুদূর ইউরােপ থেকে ঢাকায় আসা দুঃসাহসী অভিযাত্রীর কথা, বাংলার অপূর্ব টেরাকোটায় মােড়া কান্তজী মন্দিরের কথা, মুঘল আমলে বাংলায় আসা দুঃসাহসী অভিযাত্রী জেমস রেনেলের অভিযান কাহিনি, প্রথম মহাযুদ্ধকালের বাঙালি সৈনিকদের কথা, নজরুল-জীবনানন্দের জীবনের অজানা কাহিনি, উপেন্দ্রকিশাের-প্রমােদচরণের কথা, বাংলাভাষায় ছােটোদের পত্রিকার কথা আর সেকালের রেলগাড়ি ও রেলযাত্রার দারুণ মজাদার সব কাহিনি আছে এ বইয়ে। আছে চীনের হরেক রকমের ঘুড়ি আর অস্ট্রেলিয়ার পাখির কথাও। এ ছাড়াও আরও কত কিছু যে আছে এতে! সে সব জানতে হলে পড়তেই হবে এ বই। শুধু ছােটোদের নয়, বড়ােদেরও খুব ভালাে লাগবে এ বই। কারণ এ বইয়ের ভাষায় অন্য রকমের জাদু আছে। শুরু করলে শেষ না করে উপায় থাকে না।
Khandokar Mahmudul Hasan খন্দকার মাহমুদুল হাসান। বাংলাদেশের প্রখ্যাত গবেষক ও শিশু-সাহিত্যিক। জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট। তাঁর শতাধিক গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণাগ্রন্থসমূহ ব্যাপকভাবে প্ৰশংসিত। ছোটদের জন্যে তাঁর লেখা গোয়েন্দাকাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনি, ভয়- ভূতের গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনি, জীবনী, ইতিহাস ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলো ঘরে ঘরে সমাদৃত। দুই বাংলার জনপ্রিয় এই সাহিত্যিক সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ে শিশুসাহিত্যের জন্য শীর্ষস্থানীয় সম্মাননা অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৮ ও ১৪১১ বঙ্গাব্দ) ও এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার -২০১৪ । পশ্চিমবঙ্গ থেকে গল্পের জন্যে পেয়েছেন টুকলু পুরস্কার (যতীন্দ্রমোহন রায় স্মৃতি পুরস্কার ২০১৪)। এছাড়াও পেয়েছেন বাংলাদেশ সাহিত্য সংঘ সম্মাননা-২০০৮, স্বভাবকবি গোবিন্দচন্দ্ৰ দাস সম্মাননা, গাজীপুর-২০০৯), রকি সাহিত্য পুরস্কার-২০১০, গবেষক আবদুল হক চৌধুরী স্মৃতি পুরস্কার, চট্টগ্রাম-২০১০; সম্মাননা-পেীর মেয়র ও প্যানেল মেয়র-২, বগুড়া-২০১২, সম্মাননা-এগারখান উন্নয়ন ফাউন্ডেশন, যশোর-২০১৬ । তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সদস্য।