শাহাদাত কাব্য বর্তমান সময়ের একজন কবি। কবিতা চর্চার পথকে বেছে নিয়েছেন আপন আবেগে। এ চর্চার প্রাথমিক পর্যায় তিনি অতিক্রম করছেন। যা কিছু লিখছেন তার সব যে কবিতা হয়ে উঠবে না তা তিনি জানেন। তবুও নিজেকে প্রকাশের যে অদম্য তাড়না তা থেকে তিনি নিভৃত হতে চান না বলেই পাঠকের সামনে হাজির হন তিনি যেমন, তেমন করেই। ‘মধুময় চৈতালি সকাল’ তার একটি কাব্যগন্থ। এই বইটি প্রকাশিত হয়েছিলো ২০২০ সালের অমর একুশে বইমেলায়। বইমেলা কেন্দ্রিক বই প্রকাশের বিশেষ করে কবিতার বই প্রকাশের একটা চল বাংলাদেশের সাহিত্যাঙ্গণে বেশ পরিচিত ঘটনা। এরই ধারাবাহিকতায় কবির এ প্রকাশনা। ৬৪ টি পৃষ্ঠার এই বইটিতে সূচিবদ্ধ করা হয়েছে ৫৮ টি কবিতা। ৮ পৃষ্ঠায় মুদ্রিত কবিতাটির নাম দিয়েই এ বইয়ের নামকরণ করেছেন তিনি। ‘চেয়েছিলে আমার কাছে তোমায় দিতে একটি চৈতালি বিকাল/আমি দিলাম তোমায় চৈতালি জোছনাভরা রাত আর/মধুরতম সেই সকাল/দূরত্ব নিমেষেই গেল টুটে/যখন কথা হলো চোখে আর ঠোঁটে ঠোঁটে/সেই দূরত্ব ঘুচিয়ে কিছুটা সময়ের ব্যবধানে/মিশে একাকার হয়ে গেলাম মনে আর প্রাণে/তারপর হাসি হাসিমুখে...জানিনে কী সুখেÑচৈতালি সকালে জানালে বিদায়’। প্রেম ও বিরহ, মিলন ও বিচ্ছেদ, সুখ আর কষ্ট এসব নিয়েই কবির যাপন। স্মৃতি আর স্বপ্নের সরলরেখা ধরে কবি এগিয়ে চলনে অনির্দিষ্ট গন্তব্যে। আর তিনি তার এ যাত্রায় রেখে যান তার পাঠকের জন্য শব্দের নৈবেদ্য। ভাষা বৈচিত্র্যের যে প্রেক্ষাপট তাতে নিজেকে মানিয়ে নিয়ে কবিকে হতে হবে আরও বেশি শাণিত। আবেগের খনি থেকে শব্দকে তুলে পরিশোধিত করতে হবে, পরাতে হবে অলংকার। ধৈর্য্য আর সময়কে সুষমভাবে বন্টন করে আশা করি কবি তার কবিতার সুরভী পৌঁছে দিতে পারবে তার কাঙ্খিত লক্ষ্যে।
মূল নাম শাহাদাত হোসেন। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাউনি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোস্তাফিজুর রহমান, মাতা ফিরোজা বেগম। তিনি The institute of chartered Accountants of Bangladesh (ICAB) এর অধিভূক্ত A.K.DEB & CO. চার্টার্ড একাউন্টেন্টস থেকে চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সম্পন্ন করেন। এর আগে এসএসসি (২০০৪), শ্রীপুর পাইলট হাই স্কুল (এ গ্রেড), এইচএসসি (২০০৬) শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ (এ গ্রেড), অনার্স (ব্যবস্থাপনা), ঢাকা কলেজ (প্রথম শ্রেণি) ও মাস্টার্স (ব্যবস্থাপনা), ঢাকা কলেজ (প্রথম শ্রেণি) লেখাপড়া করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এর IML থেকে জাপানিজ ভাষার উপর দীর্ঘমেয়াদী কোর্স সম্পন্ন করেন। অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশ হয়েছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘চৈতালি চলে এসো’। এ কাব্যে ভালোবাসার প্রতি কবির অপার মুগ্ধতা ও আকুলতা প্রকাশ পেয়েছিল। ‘চৈতালি চলে এসো’র সাফল্য তাকে নতুন কবিতা লিখতে উদ্বুদ্ধ করে। সেই ধারাবাহিকতায় তিনি ‘অমর একুশে বইমেলা ২০২০’ সালে প্রকাশ করেন দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মধুময় চৈতালী সকাল’। তাঁর লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মধুময় চৈতালি সকাল’-এর জন্য ‘মওলানা ভাসানী মানব হিতৈষী সম্মাননা’-২০২০ অর্জন করেন। ধারাবাহিক সম্মান ও সফলতায় প্রাণীত হয়ে তিনি এবার লিখেছেন ‘অবশেষে তুমি এলে’ কাব্যগ্রন্থ। বর্তমানে তিনি পুলিশ সার্জেন্ট (বাংলাদেশ পুলিশ) হিসেবে কর্মরত।