কাজ করতে করতে, চেষ্টা করতে করতে যখন মনে হবে আর তো পারছি না, আমার দ্বারা মনে হয় আর হবে না, প্লিজ তখন থামবেন না। এমনকি অনেক ক্লান্ত হলেও থামবেন না, কেউ পারবেন না বললেও থামবেন না; থামবেন শেষ করে, শেষ দেখে, থামবেন সফল হলে। ক্লান্ত হওয়ার কারণে বা অনেক কাজ করার কারণে পৃথিবীতে কাউকে এওয়ার্ড দেয়া হয়নি, আপনাকেও দেয়া হবেনা।
সফল হতে চাওয়া সকল ব্যক্তি কখনো সফল হয় না। সুখী হতে চাওয়া অনেক মানুষের জীবনটাই দুঃখে পরিপূর্ণ। কিছু মানুষ বেঁচে থাকে আজীবন গ্যালারিতে বসে দু'হাতে হাত তালি দেয়ার জন্য। আবার কিছু মানুষ বেঁচে থাকে দু'হাতে সফলতার ক্রেস্ট নেয়ার জন্য। আপনি কোন মানুষটা হবেন তা আপনার কাজ, আত্মবিশ্বাস আর সেক্রিফাইজের উপর নির্ভর করবে। সৃষ্টিকর্তা আপনার ক্ষুধা নিবারণের জন্য প্রচুর খাদ্য উৎপাদনের উপকরণ দিয়েছেন পৃথিবীতে। আপনার বিনোদনের জন্য উঁচু উঁচু পাহাড় দিয়েছেন, গভীর সমুদ্র দিয়েছেন, সন্ধ্যার আকাশে চাঁদ দিয়েছেন। আপনার একজীবনে যা দরকার তার চেয়েও হাজারগুন বেশি কিছু তিনি দিয়ে রেখেছেন আপনার জন্য। কিন্তু সমুদ্রকে আপনার ঘরে এনে দেয়নি, পাহাড়কে আপনার উঠোনে এনে দেয়নি, চাঁদকে আপনার ঘরের সিলিং এর সাথে বেঁধে দেয়নি। আপনাকে কষ্ট করে তা খুঁজে নিতে হবে।
সত্যজিৎ চক্রবর্তীঃ লেখক ও পাবলিক স্পীকার। আমি নক্ষত্রের ভীড়ে জন্মানাে কোন ধ্রুবতারা নই, আমি নই কোনাে উপন্যাসের নিভৃতচারী চরিত্র। আমি আমারই আকাশের কিংবদন্তী। বর্ণের মিছিলে, শব্দের চাষে কঠিন এক চ্যালেঞ্জে আমি বলতে এসেছি-সফলতার ভাগ্য হাতের রেখায় নয়, এমনকি জ্যোতিষীর গণনায়ও নয়; আপনার সফলতার ভাগ্য আপনার হাতের মুঠোয়। সাহসীরা যখন বলে Do Or Die; ঠিক তখনই আরাে একধাপ এগিয়ে আমি কঠিন চ্যালেঞ্জে, দৃঢ় শপথে উচ্চারণ করি Do Before Die.