মন্ত্রবলে কুমির হয়ে যাওয়া নদের চাঁদের উপাখ্যান কিংবা কালো মাথা বেনে বউয়ের দুঃখগাথা আজ কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। পরশুরামের ভিটা সম্বন্ধে কেউ কেউ জানেন, কিন্তু জানেন কি ঢাকার মধ্যে এখনো দুটি গ্রাম রয়েছে? বাস্তবে কোনো অস্তিস্ত্ব না থাকার পরেও লৌকিক পীরদের মধ্যে অন্যতম পীরের কিংবদন্তীটি জানেন তো? আদিনাথের মহেশখালীতে আবির্ভাবের কাহিনি কিংবদন্তী থেকে পৌরাণিক হয়ে ওঠার ঘটনা কিংবা বনবিবিকে ঘিরে গড়ে ওঠা কিংবদন্তী যে-কোনো কিংবদন্তীকে হার মানায়। অবাক করে দক্ষিণ রায়ের বাঘ্রদেবতা হয়ে ওঠার কাহিনি। গ্রিকদের পোসাইডনের মতো রয়েছে আমাদেরও কিংবদন্তী। মসজিদের অলৌকিক কাহিনিগুলো যেন ধর্মীয় ভক্তিকে দৃঢ় করে। পিছইল্যা খালের বুড়ি পেত্নী থেকে সাবধানে থাকতে তার কিংবদন্তী না জেনে উপায় নেই। ঢোল পিটিয়ে দিঘিতে জল আনার কাহিনিটি একইসাথে অদ্ভুত ও হৃদয়বিদারক। কিশোরগঞ্জে লুকিয়ে থাকা ছয়টি কিংবদন্তী আর জমিদারদের নিয়ে কিংবদন্তীগুলো দারুণ আগ্রহোদ্দীপক। লাঙ্গলবন্দের কিংবদন্তী ছড়িয়ে গেছে হিন্দু পৌরাণিক কাহিনি থেকে আমাদের ব্রহ্মপুত্র নদে। এই সবগুলো কিংবদন্তী এক মলাটে নিয়ে আসা হয়েছে বাংলা কিংবদন্তীর দ্বিতীয় কিস্তিতে। স্বাগতম আমাদের লৌকিক কিংবদন্তীর জগতে।
রুদ্র কায়সারের জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়। জন্ম ২৮শে নভেম্বর। কবিতা দিয়ে লেখালেখিতে হাতে খড়ি। বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাগাজিন ও সংকলন গ্রন্থে প্রকাশিত হয়েছে তার লেখা। ২০১৭ সালে বিখ্যাত ব্রিটিশ লেখিকা আগাথা ক্রিস্টির 'মার্ডার ইন মেসোপটেমিয়া" উপন্যাসের অনুবাদ প্রকাশের মধ্য দিয়ে প্রকাশিত তার প্রথম একক গ্রন্থ। পাশাপাশি করেছেন সম্পাদনার কাজও।