কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে, ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, নবি করিম (সা) বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধে শতকরা নিরানব্বই জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমিই এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নেব।’ (সহিহ মুসলিম) ১৯৯০ সালে ইরাকের কুয়েত দখল, তৎপরবর্তী যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট সিনিয়র বুশের ইরাকে প্রচ- হামলা এবং ২০০৩ সালে আবারো ইঙ্গ-মার্কিন আগ্রাসনের থাবায় ধ্বংসের পথে মানব সভ্যতার লীলাভুমি ইরাক। এ ধারা বর্তমানেও অব্যাহত আছে। রক্ত ঝরছে তো ঝরছেই, কেউ নিরাপদ নয়। কিয়ামতের আলামতের যে হাদিস তাতে আগ্রাসন, রক্তপাত, যুদ্ধ ও হামলা তা সহজে বন্ধ হওয়ার কথা নয়। জানি না এর শেষ কোথায়? তবে মহামহিম আল্লাহই জ্ঞাত। গ্রন্থটির ১ম সংস্করণ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু গ্রন্থের প্রয়োজনীয়তা শেষ হবার নয়। সর্বশ্রেণির পাঠক, লেখক ও গবেষকদের জন্য গ্রন্থটি অবদান রাখবে এ বিশ্বাস থেকেই প্রকাশের তাগিদ তো ছিলোই। অক্ষরবৃত্তের প্রকাশক বন্ধুবর আনিস সুজন এগিয়ে এলেন দরাজ হৃদয়ে। সাথে আছেন যোগ্য সহযোদ্ধা কাজী জোহেব ভাই। তাদের অবারিত সহযোগিতায় আলোর পথে ‘রক্তে ভাসে ইরাক।’ আশা করি বর্ধিত কলেবরের এই ২য় সংস্করণও বিপুল পাঠকপ্রিয়তা বরাবরের মতোই অর্জন করবে।
মিনহাজুল ইসলাম মাসুম। সাহিত্যজগতে যার আর্বিভাব বিংশ শতকের শেষ প্রান্তে। লিখেছেন সৃজনশীলতার প্রায় সকল শাখায়। কালের প্রবক্তা হিসেবে তরুণ মনের ভাবনাগুলোকে সাজিয়ে চলেছেন শব্দের ব্যঞ্জনায়। তার লেখায় প্রাণ-প্রকৃতির সৌন্দর্যপ্রিয়তা, নিপীড়িতের আর্তনাদ, মাতৃভাষা, স্বাধীনতা ও দেশপ্রেম, তারুণ্য ও আদর্শের জয়গান ইত্যাদি বিশেষভাবে লক্ষণীয়। প্রকাশিত হয়েছে গদ্য, পদ্য এবং বিশেষ করে শিশুতোষ লেখাসহ অনেকগুলো গ্রন্থ। কর্ণফুলীর গাঙচিল, স্লো পয়জনিং, হৃদয়ে বাংলাদেশ, মন্তব্য নিষ্প্রয়োজন, হৃদয় গোলাপের পাপড়িগুলো, বাংলা সাহিত্যের বিবিধ অনুষঙ্গ, বাবার খুশি মায়ের হাসি, ক্রীতদাস থেকে প্রধানমন্ত্রী, ছোটদের বিশ্বনবি (সা.), ভুতের কবলে দরবেশ বাবা, ইসলামে হজ্ব ও উমরার বিধান, নবিজি (সা.)-এর সংগ্রামী জীবন ইত্যাদি উল্লেখযোগ্যগ্রন্থ। তিনি সম্পাদনা করছেন জনপ্রিয় ‘ইদানীং’ লিটলম্যাগ। লাভ করেন : মানবকল্যাণ ফাউন্ডেশন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস্ কর্তৃক মানবাধিকার শান্তি পদক ও আল ইহসান ফাউন্ডেশন সম্মাননা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ভ্রমণ করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভুটান। জন্ম আশির দশকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলানিকেতন অপরূপ কর্ণফুলীর তীরে অবস্থিত চট্টগ্রামের বোয়ালখালী থানার ধোরলা গ্রামে।