উনিশশো বাহান্নের ভাষা আন্দোলন থেকে দুইহাজার আঠারো সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন পর্যন্ত বাংলাদেশ তার জাতীয় মুক্তির জন্য, সুন্দরতর সমাজের জন্য বেশ কয়েকটি গণআন্দোলন দেখেছে। সেগুলোর মধ্যে তরুণদের গড়া আন্দোলনগুলো ছিলো দেশের সামগ্রিক পটপরিবর্তনে অন্যতম গুরুত্বপূর্ণ। তাই সেই ইতিহাস এবং বর্তমানের আন্দোলনগুলোর ধরণ-ধারণ আমাদের বুঝতে হবে আমার চলমান মুক্তির লড়াইটি চালিয়ে নিয়ে যাবার জন্য। আমাদের সুন্দরতর বাংলাদেশ গঠন করবার জন্য আমাদের ঐতিহাসিক আন্দোলন আর বর্তমানের আন্দোলনগুলোর ভাষার গতিপ্রকৃতি, পরিবর্তন, কৌশল, পদ্ধতি–ইত্যাদি থেকে শিখতে হবে। আন্দোলন কখন কাজ করে আর কখন কাজ করেনা, জানতে হবে। আমাদের সবাইকেই হয়তো কখনো না কখনো কোন না কোন দাবিতে কাজ করতে হবে, তখন আমরা এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারবো, এবং কৌশলগতভাবে সর্বোচ্চ চেষ্টা করতে পারবো যাতে করে গণআন্দোলনের ফসল বেহাত, চুরি বা ডাকাতি হয়ে না যায়। আমার-আপনার মতন, আর দশজনের যেকোন সাধারণ ছাত্র, যুবক, কিশোর আর মানুষের জন্যেই এই বইটি লেখা। গবেষণাভিত্তিক তথ্য থাকলেও সেটিকে সহজ পাঠ্য ভাষায় রূপান্তরিত করা হয়েছে। এটির উদ্দেশ্য হলো আমাদের মতন দেশের গণতন্ত্র এবং ন্যায্যতার লড়াইয়ের সাথে নানাভাবে যুক্ত থাকা বা আগ্রহী পর্যবেক্ষক অথবা ভবিষ্যতের কর্মী হিসেবে নিজেদের ভাবা মানুষদের সামনে আমাদের ছাত্র-জনতার আন্দোলনের একটা ঐতিহাসিক কৌশলের রূপরেখা তুলে ধরা যাতে করে আমরা সামনের দিনের আন্দোলনগুলো আরও ভালোভাবে করতে পারি। ঐতিহাসিক নানান গণআন্দোলনের পাশাপাশি এই বইতে রয়েছে বর্তমানের আন্দোলনগুলোর গতিপ্রকৃতি এবং তার নানান বাঁক থেকে ভবিষ্যতে নিয়ে যাবার জন্য কিছু শিক্ষা। বইটি যেমনটি পাঠকের জন্য লেখা, তেমনি লেখা লেখকের নিজের জন্য একটি গাইডবই হিসেবেও।
Anupam Debashis Roy is a Bangladeshi author, columnist, and activist. He is an editor and organizer of Muktiforum, a platform for anti-authoritarian writers, artists, and political activists dedicated to building a liberal, pluralist and pro-people society. He is currently a Ph.D. student of Political Science at Boston University and an incoming JD candidate at Harvard University. In 2019, he graduated magna cum laude from Howard University with a Bachelor of Arts with honors in Interdisciplinary Studies, an amalgamated social science major with courses in Political Science, Philosophy, History, and Economics. Anupam’s research has been published in peer-reviewed journals and he also writes regularly on political, social and economic issues on national and international outlets. He has authored a number of books, both in fiction and nonfiction. Anupam was born on May 14, 1997, in Syedpur, Bangladesh. He grew up in Chattogram and went to Collegiate School there and passed higher secondary school from Rajuk Uttara Model College in Dhaka. His parents are from Bagerhat and Khulna, Bangladesh.