রাশেদের এবারের জীবনের গল্প রবি-কে নিয়ে। পেশায় রবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর পিএইচডি করার উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য নগরী মেলবোর্নে পা রাখে রবি। এরপর একটানা প্রায় চার বছর এই স্বপ্নের নগরীতে তার বসবাস। কিন্তু এই স্বপ্নের নগরীর দিনগুলো সবসময় স্বপ্নের মতো ছিল না। মাঝে মাঝে দুঃস্বপ্নের চেয়েও বেশি। কিছু স্বদেশি মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় জীবনসংগ্রামে রবি টিকে থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতা ও যন্ত্রণায় এক সময় দিশেহারা হয়ে পড়ে। ঠিক এমনই সময় দেখা হয় মিতুর সাথে। ২১-২২ বছর বয়সী তরুণী। রবির প্রতি অন্ধ ভালোবাসা তার। রবি-কে পাওয়ার বাসনায় উন্মাদ হয়ে ওঠে মিতু। কোনো নিয়মই যেন তার জন্য প্রযোজ্য নয়। নানা মানসিক যন্ত্রণা এবং পিএইচডি’র উত্তাল সমুদ্রে রবি যখন দিশেহারা মিতুর পাগলামি আর উন্মাদনা তখন নিয়ন্ত্রণহীন। নিরুপায় রবি সিদ্ধান্ত নেয় দেশে ফেরার। মিতুকে না জানালেও রহস্যভরা মিতু ঠিকই উপস্থিত হয় বিমানবন্দরে। রবির হাতে একটা চিঠির খাম গুঁজে দিয়ে অশ্রুসিক্ত বিদায় নেয় মিতু। রহস্য তখনও অজানা রবির কাছে। রহস্য যখন উন্মোচিত হয়, রবি আর মিতুর মাঝে তখন অনেক অনেক ব্যবধান।
খায়রুল ইসলাম জন্মস্থান: গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া। পিতা-নূর মোহাম্মদ মিয়া, মাতা-নজিমন নেছা খাতুন। শৈশবে পিতৃহীন। লেখাপড়া শুরু গ্রামের দামুকদিয়া এম. ই. স্কুলে । ১৯৪৮ সালে ঢাকায় পঞ্চম শ্রেণীতে ভর্তি। গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল-এল.বি ডিগ্রী লাভ করে আইন পেশায় যোগদান। সুপ্রীমকোর্টের বরেণ্য আইনজীবী হিসেবে আইন পেশায় ৫০ বছর পূতিতে সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন কর্তৃক ১৯১৭ সালে সম্বর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রধান। লেখকের উল্লেখযোগ্য কয়েকখানা বই শিশুদের ছড়ার বই ছড়া রং ছড়ায় মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর গ্রন্থ কমান্ডার মামা, (প্রচ্ছদ- কাইয়ুম চৌধুরী) ইয়াহিয়ারকসাই খানা অবরোধে শিশুবাহিনী কাটা আঙ্গুল এলএমজি ও ক্রুদ্ধ তীরন্দাজ বড়দের বই: গল্প সংকলন জানা অজানা, (প্রচ্ছদ ও অঙ্গ সজ্জা-কাইয়ুম চৌধুরী) কংকালের ময়নাতদন্ত, (প্রচ্ছদ ও রেখাচিত্র। কাইয়ুম চৌধুরী) উপন্যাস সাতনরী হারের ফাঁস, (প্রচ্ছদ- সৈয়দ লুৎফুল হক) কবিতার বই ষষ্ঠ পংক্তিমালা, ঝরাপল্লব রম্য কলাম সংকলন কোর্ট হাউজ স্ট্রিট থেকে গবেষণাধর্মী গ্রন্থ নূরেমবার্গ থেকে ঢাকা-যুদ্ধাপরাধের বিচার বাংলা দলিল প্রকরণ ও পদ্ধতি, (প্রচ্ছদ-কালাম মাহমুদ) সংবাদপত্রের স্বাধীনতা ও আইন, (প্রচ্ছন- সৈয়দ লুৎফল হক) আইনের বই মুসলিম পরিবার আইন ও আদালত, (প্রচ্ছদ-এফিকুননবী) শ্রম মোকদ্দমা ও আপীল পদ্ধতি ও দণ্ডবিষয়ক কার্যক্রমের ভাষ্য, (প্রচ্ছদ-রফিকুননবী)