জীবনের ভেতরের জগতগুলাে জগৎ ০: ভয়ের জগৎ - ১৩ জগৎ ১: স্বপ্নের জগৎ - ১৯ জগৎ ২: সামর্থ্য আর পেশাগত বাস্তবতার জগৎ - ৬৩ জগৎ ৩: দায়িত্ব আর আশ্রয়ের জগৎ (বাবা-মা) - ৮১ জগৎ ৪: সম্পর্ক আর আবেগের জগৎ (স্বামী-স্ত্রী আর সন্তান) - ৯৭ জগৎ ৫: স্বীয় জগৎ - ১৩৫ ভয়ের জগৎ আমাদের সবার ভেতরেই ভয় আছে। কারও অতীত সামনে চলে আসার ভয় আছে, কারও জীবনের কষ্ট কোনােদিন সামনে আসবে না এই ভয় আছে। কারও ভেতরে অন্যের কাছে ছােট হবার ভয় আছে, কারও ভেতরে বড় কিছু হবার সম্ভাবনা নিজ হাতে নষ্ট করার ভয় আছে। কারােও ভেতরে ভালাে মানুষকে ভুল বােঝার ভয়, কারও ভেতরে ভুল মানুষকে ভালােবাসার ভয়। কেউ কেউ না পাওয়া নিয়ে মারা যাবার ভয় পায়; আবার কেউ পেয়ে হারানাের ভয় পায়। কেউ পুরনাে দিন নিয়ে ভয় পায়, কেউ নতুন দিন নিয়ে পায়। কারও কারও মরে যেতে ভয় হয়, আবার কারও বেঁচে থাকতেই ভয় হয়। আমাকে যখন দেখেন বইমেলাতে পাঠকের ভিড়ে, কিংবা কোনােও মঞ্চে অনেক মানুষের সামনে কথা বলতে আপনাদের মনে হতেই পারে, আমি অনেক সাহসী। কিন্তু না! আমিও আপনাদের মত ভয় পাই। আমার ভেতরেও উপরের সবগুলাে ভয়ই আছে। হয়তাে কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি আছে। আমাদের প্রত্যেকের জীবনের একটা বড় অংশ জুড়ে ভয় থাকে। এই ভয় ছায়ার মতাে আপনার সাথে থাকে। আপনার পিছু ছাড়ে না। দিনের একেকটা সময়ে আপনার ছায়া যেমন ছােট কিংবা বড় আকার ধারণ করে, ঠিক তেমন জীবনের একেকটা পর্যায়ে একেকটা ভয় বড় কিংবা ছােট আকার ধারণ করে। সবার থেকে পালানাে যায়, ছায়া থেকে পালানাে যায় না।....
পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠা করেছেন মানসিক উৎসাহদানের প্রতিষ্ঠান LIVE- Life Is Very Easy। সীমান্ত একাধারে একজন বক্তা, ট্রেইনার এবং পার্সোনাল ডেভেলপমেন্ট কোচ। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 'লিভ' এর শুরুর কথা, ভবিষ্যত পরিকল্পনা, তরুণদের নিয়ে তার ভাবনাসহ নানা বিষয়ে সীমান্ত কথা বলেছেন দুরবিন ডটকমের সাথে। বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরুনোর আগেই দেশে আর দেশের বাইরে প্রায় ১৫০০০+ সরকারি কর্মকর্তা, কর্পোরেট কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন আর যোগাযোগ, সিদ্ধান্তগ্রহণ, উপস্থাপনা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ প্রফেশনাল প্রশিক্ষক ও বক্তা এবং আইবিএজেইউ ডিবেটিং ক্লাবের প্রাক্তন সভাপতি মাশাহেদ হাসান সীমান্ত।