"স্বাধীনতা শব্দটি আমার শহীদ বাবার সমার্থক" বইয়ের ফ্ল্যাপের লেখা: ‘সকলেই কবি নয়- কেউ কেউ কবি।’ একজন কবিকে শনাক্ত করার জন্য জীবনানন্দ দাশ পাঠকের মাথায় এই মন্ত্রবাক্য ঢুকিয়ে দিয়েছেন বহুকাল আগে। এটি মনে রেখেই আমরা নির্দ্বিধায় কবিতাভুবনে মুনকে আনন্দচিত্তে স্বাগত জানাই। কবি শেখ মুসলিমা মুন একজন কবি, এমন এক কবি, যে কোনাে সময়ে যে কোনাে যুদ্ধে জীবনকে বৃক্ষ নয় জেনেও যে কবি শূন্যতাকে জড়িয়ে ধরেন। জীবন-মানুষ ও মাটির প্রতি এ কবির কী অসীম ভালােবাসা! এ ভালােবাসার কথা বলতে গিয়ে তিনি জীবনের চারপাশ থেকে নিপুণভাবে তুলে নিয়েছেন অজস্র ছবি- নানা রঙে- বিচিত্র রেখা ও মাত্রায়, তৈরি করেছেন চমৎকার সব চিত্রকল্প। প্রকৃত কবিতার রসাস্বাদনে আগ্রহী পাঠক অবশ্যই মুগ্ধ হবেন, যখন এ কবি বলেন- ‘অনেক যত্নে লালন করা/ হৃদয় বেচে দুঃখ কেনা। পেঁজা পেঁজা দুঃখগুলাে/ আকাশজুড়ে ছড়িয়ে পড়ুক। শুধু কি দুঃখের প্রতি তার এই পক্ষপাত? না। বিপুল গৌরব আর বিশ্বাসের দৃঢ়তায় এ কবি বেঁচে থাকতে চান একটি অসাম্প্রদায়িক মুক্ত পৃথিবীতে। দেশ ও দেশের মানুষের প্রতি, জাতির পিতার প্রতি রয়েছে তাঁর অপরিমেয় টান ও তীব্র ভালােবাসা।