জয়া গর্ভবতী। মনপ্রাণ দিয়ে বিশ্বাস করেছিল প্রেমিক রনককে। কুমারী জয়া সন্তানের পিতার স্বীকৃতি চায়। কিন্তু রনক এখন অস্বীকার করে। একদিন রনক জয়াকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে এনে বিক্রি করে দেয় পতিতালয়ে। শুরু হয় জয়ার অন্ধকার জীবন। জয়ার বােন লােপা ভালােবাসে স্বাধীনকে। উচ্চশিক্ষার জন্য কানাডা চলে গেছেন স্বাধীন। তার স্বপ্ন পড়াশােনা শেষ করে বিয়ে করবে লােপাকে। কিন্তু ছােট বােন জয়ার আজ বিয়ে কিন্তু জয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লােপা বাবার সম্মান বাঁচাতে স্বাধীনের ভালােবাসাকে। উপেক্ষা করে বিয়ে করে জয়ার হবু স্বামীকে। এভাবে এগিয়ে চলে কাহিনি। একদিন পড়াশােনা শেষ করে স্বাধীন দেশে ফেরে। বন্ধু মারুফের বাড়িতে উঠে দেখে মারুফের স্ত্রী তারই হৃদয়ের রানী লােপা। সাবিনা সিদ্দিকীর সামাজিক উপন্যাস ‘স্বপ্নেরা ঘরে ফিরে’ গ্রন্থটিতে এভাবেই কাহিনির গতি পেয়েছে। তিনি সমাজে বসবাসরত মানুষের দৈনন্দিন জীবনের প্রেম-ভালােবাসা, হৃদয়ের টানাপােড়েন, পুরুষশাসিত সমাজে নারীর অসহায়ত্বের চিত্র তুলে ধরেছেন। প্রিয় পাঠক, উপন্যাসটি পড়ে আপনারা আনন্দিত হবেন এ আশা। জয়া কি অন্ধকার জীবন থেকে আলােয় ফিরে আসতে পেরেছিল? কি হলাে স্বাধীনের? লােপা কাকে বেছে নেবেন স্বামীকে নাকি প্রেমিককে?