অবনী খুব সহজেই বাবা-মা’র পছন্দ করা পাত্র রাহাতকে বিয়ে করে নিয়েছিল। প্রেমের বিয়ে না হওয়া সত্ত্বেও রাহাতের প্রতি ভালােবাসার কমতি ছিল না অবনীর। কিন্তু আগলে রাখতে পারেনি ভালােবাসার মানুষটাকে। আগলে রাখতে পারেনি তাদের গােছানাে সংসারটা। হুম যা ভাবছেন তাই, বিচ্ছেদ হয়ে যায় দুজনের। মা না হওয়ার অপবাদে রাহাতের মা অবনীকে। ডিভাের্স দিয়ে দিতে বাধ্য করে রাহাতকে। কিন্তু প্রতিটি মানুষের জীবনে একবার হলেও সত্যিকারের ভালােবাসা আসে এবং তা দেরিতে হলেও অবনীর জীবনেও এসেছিল। আবির্ভাবের ভালােবাসা জয় করে নিয়েছিল অবনীকে। আবির্ভাব প্রথম দেখায় জেনে নিয়েছিল অবনীকে। দ্বিধাহীনভাবে মেনে নিয়ছিল অবনীর ভুলে ভরা অতীতকে। মুগ্ধ হয়েছিল অবনীর মায়াবী। হাসি দেখে । যে হাসি আড়াল করতে জানে সকল কষ্টকে। অন্যদিকে নিস্পাপ অবনীকে মিথ্যা অপবাদ দিয়ে একা করে। দিয়ে রাহাতও সুখী হতে পারেনি। শেষ পর্যন্ত রাহাত নিজেই একা হয়ে গিয়েছিল। কারণ বাবা না হওয়ার অক্ষমতাটা রাহাতের ছিল। রাহাত ও তার মা নিজেদের ভুল উপলব্ধি করতে পারলেও তখন আর কিছুই করার ছিল না। বাস্তবতা। মানুষের নির্মিত হলেও কিছু বাস্তবতা মানুষের কৃতকর্মের ফলাফল মাত্র। বাস্তব জীবনের প্রতিটি ঘটনাই গল্পের মতাে। যখন তা গল্পের রূপ ধারণ করে তখন সবাই ধরে নেয় এটা শুধু গল্পেই সম্ভব। কিন্তু আসলে প্রতিটা গল্পের আড়ালে রয়েছে একেকটা জীবনের ঘটনা। এমনই একটি উপন্যাস গল্পের আড়ালে জীবন'। বিচ্ছেদ ও ভালােবাসার সমীকরণে রচিত হয়েছে গল্পের আড়ালে জীবন’ উপন্যাসটি।। আশা করি উপন্যাসটি পাঠক মহলে সমাদৃত হবে ইনশাআল্লাহ্।
সুমাইয়া করিম, এমবিএ, হিসাববিজ্ঞান, ইস্টার্ন ইউনিভার্সিটি। শিক্ষকতায় নিয়োজিত আছেন। বই পড়া এবং লেখালেখি করার মাধ্যমেই জীবনকে উপভোগ করেন। ছোটবেলা থেকেই বিভিন্ন কিশোর পত্রিকায় লেখালেখি করতেন যার মধ্যে কিশোর তারকালোক অন্যতম। বর্তমানে বিভিন্ন জাতীয় পত্রিকাসহ মাসিক পত্রিকায় লেখালেখি করছেন। চন্দ্রবিন্দু, গল্পের এপার ওপার, কবিতায় এপার ওপার সংকলনে স্থান পেয়েছে তার লেখা গল্প, কবিতা। তার লেখা পাঠক সমাদৃত কাব্যগন্থ ‘নিঃশব্দে এসেছিল সে’ এবং উপন্যাস ‘গল্পের আড়ালে জীবন’ প্রকাশিত হয়েছে ২০১৯ ও ২০২০ অমর একুশে বইমেলায়। তিনি লেখার মাধ্যমে নিজের উপলব্ধিকে পৌঁছে দিতে চান পাঠক মহলে। গল্পের মাধ্যমে প্রেরণ করতে চান মানব জীবনের গুরুত্বপূর্ণ কিছু বার্তা যা জীবন বদলাতে না পারলেও হয়তো জীবনের অংশবিশেষ বদলে দিবে।