"৭১ ও আমি" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া উপন্যাসের নাম ‘৭১ ও আমি’। লেখক আরজুমুন। মুক্তিযুদ্ধের উপন্যাস হলেও লেখকের লেখায় উঠে এসেছে মুক্ৰিযুদ্ধের মর্মমূলের কথা। যে কথা দেশের অধিকাংশ মানুষ জানে না। জানলেও বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়ার প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়। আমরা জানি অনেক ত্যাগ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের মহান স্বাধীনতা কিন্তু আমরা প্রায়শ ভুলে যাই সেই ত্যাগে বড় একটি ভূমিকা রয়েছে বাঙালি নারীদের। নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে তাদের সম্ভ্রম। সে এক ভয়াবহ ঘটনা। লক্ষ লক্ষ নারীকে পাকিস্তানি বাহিনী তুলে নিয়ে ক্যাম্পে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন চালিয়েছে। সেই দুঃসহ যন্ত্রণা সহ্য করতে না পেরে পরনের শাড়ি গলায় পেঁচিয়ে অনেকেই আত্মহননের পথ বেছে নিয়েছে। একসময় সে পথও রুদ্ধ করে দেয় পাকিস্তানি আর্মি। ক্যাম্পে বন্দি সব নারীদের সারাক্ষণ তারা নগ্ন করে রাখতাে। পাকিস্তানি বাহিনীর বাংকারগুলােতে অনেক নগ্ন নারীকে উদ্ধার করেছে মুক্তিযােদ্ধারা। কী নির্মম যন্ত্রণা আমাদের সেই সব মাবােনদের দিনের পর দিন সহ্য করতে হয়েছে। ঘটনা এখানেই শেষ নয়। স্বাধীনতার পর সেই নারীদের সমাজ ভয়ংকরভাবে অবহেলা করতে থাকে। অনেকে সমাজের ঘৃণা আর কটাক্ষ সহ্য করতে না পেরে স্বাধীন দেশে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। ‘৭১ ও আমি’ গ্রন্থে লেখক এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার উপন্যাসে তুলে ধরেছেন। আমি এই উপন্যাসের বহুল প্রচার কামনা করি। ‘৭১ ও আমি' পাঠক প্রিয় হােক এই আমার প্রত্যাশা। সবার কল্যাণ হােক। ইসহাক খান, মুক্তিযােদ্ধা, নাট্যকার ও লেখক।
স্বপ্নবাজ একজন মানুষের নাম আরজুমুন। তার স্বপ্ন আকাশের মতো বড়। কলমের ছোঁয়ায় স্পর্শ করে আকাশ। হাসির ভিতর বাঁচাতে ভালোবাসে জীবনঘুড়ি। অসীম প্রাণোজ্জ্বল অভিলাষী এই মানুষটি স্বপ্ন দেখে পৃথিবী সবুজে ভরে থাকবে, মানুষের জীবনে থাকবে যুদ্ধ জয়ের সাহস। কেননা মুক্তিযুদ্ধে অবদান রাখা মুক্তিযোদ্ধা মায়ের সন্তান তিনি। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। পড়ালেখা করেছেন বাংলা সাহিত্যে। পেশায় আইনজীবী। দুই সন্তানের 'মা'। স্বামী সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী। চট্টগ্রাম শহরে বেড়ে উঠলেও মাটির প্রতি তার ভালোবাসা। প্রকৃতির সাথে নিজেকে নিয়ে মগ্ন। সবুজ তাকে হাতছানি দিয়ে আগলে রাখে। তার প্রথম কাব্যগ্রন্থ চোখের ভিতর নদী, দ্বিতীয় কাব্যগ্রন্থ স্পর্শের আড়ালে তুমি। ব্যাপক সাড়া জাগানো বইগুলো তাকে উৎসাহিত করে তৃতীয় কাব্যগ্রন্থে মনোনিবেশ করতে। 'ল্যাপটানো কাজল' একটি প্রেমের কাব্যগ্রন্থ। কিছুটা দুঃখ বেদনা দ্রোহ আছে।