‘ভাষা-আন্দোলন-কোষ’ গ্রন্থটি ভাষা-আন্দোলন গবেষণা কেন্দ্র, গৌরীগ্রাম পাবনা’র পরিকল্পনায় রচিত। ভাষা-আন্দোলন বাঙালির জাতীয় জীবনের আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক ঘটনা। এই আন্দোলনের ফলে পাকিস্তানি ভাবাদর্শের বিপরীতে গড়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদী চেতনা; যার সূত্র ধরে নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাঙালি লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ আন্দোলনের দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এ নিয়ে কোনো কোষগ্রন্থ রচিত হয়নি। এই ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন প্রতিশ্রুতিশীল গবেষক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এম আবদুল আলীম। বৃহৎ কলেবর এ গ্রন্থে ভাষা-আন্দোলনের ঘটনাপ্রবাহ, ভাষাশহিদদের সামগ্রিক পরিচয়, ভাষাসংগ্রামীদের অবদান, ভাষা-আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থান, ঢাকা ও ঢাকার বাইরের ভাষা-আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠন ও পত্র-পত্রিকার ভাষা-আন্দোলনে ভূমিকা; অর্থাৎ ভাষা-আন্দোলন ও একুশের চেতনার সঙ্গে সম্পর্কিত যাবতীয় বিষয় এ গ্রন্থে স্থান পেয়েছে। তিন খণ্ডে পরিকল্পিত এ গ্রন্থের প্রথম খণ্ডে স্থান পেয়েছে বাংলা বর্ণমালার অ থেকে ঢ বর্ণ পর্যন্ত ভুক্তিসমূহ। গ্রন্থটি ভাষা-আন্দোলনের ইতিহাসের পূর্ণতা দানে বিশেষভাবে সহায়ক হবে। এ গ্রন্থ ইতিহাসের বোদ্ধা পাঠককে যেমন বস্তুনিষ্ঠ তথ্যের সন্ধান দেবে, তেমনি নতুন প্রজন্মকে দেবে প্রকৃত ইতিহাস জানার সুযোগ।
ড. এম আবদুর ইতিহাস-ঐতিহ্যসন্ধানী গবেষক। সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য বিষয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ তিরিশের অধিক। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো - ভাষা-আন্দোলন-কোষ, রাষ্ট্রভাষা-আন্দোলন : জেলাভিত্তিক ইতিহাস, ত্রিশোত্তর বাংলা কাব্যে বিচ্ছিন্নতার রূপায়ণ, বাংলা কাব্যের স্বরূপ ও সিদ্ধি-অন্বেষা, শহীদ কাদরীর ত্রিভুবন, রবীন্দ্রনাথ উত্তর-আধুনিকতা ও বাংলা ভাষার বিশ্বায়ন, পাবনায় ভাষা-আন্দোলন, সিরাজগঞ্জে ভাষা আন্দোলন, আনিসুজ্জামান, সুচিত্রা সেন, বন্দে আলী মিয়া : কবি ও কাব্যরূপ, রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা, আওয়ামী লীগ ও ভাষা আন্দোলন প্রভৃতি। নেশা লেখালেখি হলেও পেশা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। এক সময় ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। গবেষণার স্বীকৃতিস্বরূপ কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার লাভ করেছেন। তাঁর জন্ম ১৯৭৬ সালের ১ ডিসেম্বর। জন্মস্থান পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামে।