"ব্র্যান্ডিংয়ের অ আ ক খ"বইটির সম্পর্কে লেখকের কিছু কথা: ‘ব্র্যান্ডিংয়ের অ আ ক খ’ মূলত ব্র্যান্ডিং সম্পর্কিত আমার লেখা বিভিন্ন নিবন্ধের সংকলন। অবশ্য বইকে পূর্ণতা দিতে নতুন করে কিছু বিষয় লিখতে হয়েছে। কর্পোরেট ও একাডেমিক ক্যারিয়ারে সবসময় চেষ্টা ছিল দেশীয় কোম্পানির ব্র্যান্ডিংয়ে তরুণদের অনুপ্রাণিত করা। বিভিন্ন কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কাজ করতে গিয়ে আমি যেসব বিষয়ে যখন কাজ করেছি সেসময়ের প্রাসঙ্গিক বিষয়গুলাে নিয়েই নিয়মিত লিখেছি। লেখাগুলাের সংকলন থেকে যারা ব্র্যান্ড সম্পর্কে জানতে চান, যেমন- একজন ব্যবসায়ী, একজন ব্র্যান্ড ম্যানেজার অথবা ব্র্যান্ডে ক্যারিয়ার করতে চাচ্ছেন এমন একজন আশা করি ব্র্যান্ডিংয়ের অনেক ক্ষেত্রের প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। এছাড়াও একাডেমিক গবেষণা এবং শিক্ষকতা করতে গিয়ে যেসব বিষয় আমার কাছে উল্লেখ করার মতন মনে হয়েছে সেগুলাের সন্নিবেশ ঘটানাে হয়েছে এই বইটিতে। অনেক সময় আলােচনার সুবিধার্থে ব্র্যান্ডিংয়ের গণ্ডি পেরিয়ে মার্কেটিংয়ের বৃহৎ পরিসরে কিছু বিষয় আলােচনা করতে হয়েছে। প্রত্যাশা রাখছি সেগুলাে আপনাদের কাছে আলােচ্য বিষয়বস্তুকে আরাে সহজ করে তুলবে। বইটি পাঠকদের কাজে লাগলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে। সকলের দোয়া চাই।
সালেহীন চৌধুরী (শিক্ষক, গবেষক ও মার্কেটিয়ার) সালেহীন চৌধুরী গ্লোবাল ব্র্যান্ডিং বিষয়ে একজন বিশেষজ্ঞ। কর্পোরেট সেক্টরে তার কাজের অভিজ্ঞতা এক যুগেরও বেশি। প্রোডাক্ট, সার্ভিস এবং সোশ্যাল সার্ভিসের Above The Line (ATL) এবং Below The Line (BTL), Business-to-business (B2B) এবং Business-to- consumer (B2C) বিষয়ে সালেহীন চৌধুরীর নাম প্রফেশনাল সার্কিটে সুপরিচিত। নতুন ব্র্যান্ড নিয়ে কাজ করার বা পুরনো ব্র্যান্ডকে রিব্র্যান্ডিং করে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য দক্ষতা দেখিয়েছেন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে কাজ করেছেন খ্যাতিমান বিভিন্ন প্রতিষ্ঠানে যার মাঝে আছে অটবি, রানার, দ্য সিটি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, বাংলা ক্যাট, আব্দুল মোনেম লিমিটেড, বেঙ্গল ফাউন্ডেশন, যমুনা গ্রুপ, লুবনান ট্রেড কনসোর্টিয়াম, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রভৃতি। বর্তমানে তিনি Globalization Strategies of Bangladeshi Local Brands বিষয়ে বাংলাদেশ ইউনিভারসিটি অফ প্রফেশনালসে (BUP) রিসার্চ ফেলো হিসেবে এমফিল করছেন, পাশাপাশি ট্রেইনার হিসেবে কাজ করছেন বিভিন্ন কর্পোরেট ও ট্রেনিং ইনস্টিটিউট এর সাথে এবং সর্বোপরি ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে একাডেমিকভাবে সমৃদ্ধ করছেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের জ্ঞান ও মনোজগৎ।