"নিধিরামের ভূত দর্শন" বইয়ের ফ্ল্যাপের লেখা: ভূমিকা বিচিত্র ঘটনার সমন্বয়েইতাে মানুষের জীবন; অর্থাৎ মানুষের জীবনে ঘটে কতনা বিচিত্র ঘটনা। এই ঘটনাগুলাের কোনটি ইতিবাচক আবার কোনটি নেতিবাচক। এগুলাের কোনটি ঘটে সংঘটের স্বেচ্ছায় আবার কোনটি ঘটে তার একান্ত অনিচ্ছায়। কিন্তু প্রত্যেকটি ঘটনারই প্রত্যক্ষ বা পরােক্ষ প্রভাব থাকে তার জীবনে। এমনই কিছু ঘটনার আক্ষরিক নিবেদন এই ক্ষুদ্র গ্রন্থ। ছােট ছােট দশটি কাহিনীর লৈপিক চিত্র দ্বারা সাজানাে হয়েছে গল্পের এই ডালি। গল্পগুলাে পরিসরে ক্ষুদ্র, কিন্তু প্রত্যেকটি গল্পেই রয়েছে একটি বার্তা, একটি অন্তর্নিহিত তাৎপর্য। গল্পগুলাে কিশাের পাঠক-পাঠিকাদের উদ্দেশ্যে রচিত হলেও এগুলাের আবেদন সর্বজনীন। বিভিন্ন ভ্রান্ত ধারণা, মনের দুর্বলতা, কু-সংসর্গ মানুষের জীবনকে যে কতটা বিড়ম্বিত করে, আবার আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা, বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন, প্রগতিবাদী মানুষের অনুপ্রেরণা, সঠিক দিক-দর্শন এবং সদুপদেশ মানুষের জীবন গঠনে যে কতটা সহায়ক হতে পারে সেই বার্তাই প্রদান করার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে বিভিন্ন গল্পের মাধ্যমে। ক্ষুদ্র একটি মাটির প্রদীপও যেমন বৃহৎ একটি কক্ষের অন্ধকার দূর করতে সক্ষম; ক্রপ গল্পগুলাে পরিসরে ক্ষুদ্র হলেও এগুলাে কিশাের পাঠকপাঠিকাদের হৃদয় কক্ষকে আলােকিত করবে বলে আমার বিশ্বাস।