বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা। তিনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী রাজনৈতিক নেতা। তার দুঃসাহসী ও আপসহীন নেতৃত্ব সমকালীন রাজনৈতিক ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে । আবদুল গাফফার চৌধুরী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক। তার বিশ্লেষণ, মূল্যায়ন এবং যুক্তিপূর্ণ উপস্থাপন অসামান্য ও সুখপাঠ্য। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধুর সহচর ছিলেন। পাকিস্তানি রাজনীতির ধারা থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র সম্পর্কে তিনি। যেসব মতামত বিভিন্ন সময়ে ব্যক্ত করেছেন তা খুবই মূল্যবান । আবদুল গাফফার চৌধুরীর কলাম মানেই বিশেষ কিছু। জনাব চৌধুরীর এমন কিছু কলাম নিয়েই প্রকাশিত হলাে বঙ্গবন্ধুর বাংলাদেশ ও শেখ হাসিনা’ গ্রন্থটি। এই গ্রন্থের কলামগুলােকে তিনটি ভাগে বিভক্ত করে বিন্যাস করা হয়েছে। এতে ভাষা-আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির পাশাপাশি বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি আলােচিত হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন যুগ সৃষ্টি করেছিলেন। তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত । শেখ মুজিব ও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এমন দুটি নাম- যে নাম শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের মানুষ উচ্চারণ করে । এ গ্রন্থের কলামগুলাে থেকে এ প্রজন্মের মানুষ অতীত ও বর্তমান বাংলাদেশের পাশাপাশি বিশ্বরাজনীতির একটা স্পষ্ট ধারণা পাবেন।
আবদুল গাফ্ফার চৌধুরী। জন্ম : ১২ ডিসেম্বর, উলানিয়া, বরিশাল। শিক্ষা : স্নাতকোত্তর (বাংলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা : সাংবাদিকতা। সম্পাদক, নতুন দিন, লন্ডন। পুরস্কার : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৭), একুশে পদক, ইউনেস্কো পুরস্কার ও বঙ্গবন্ধু পুরস্কার।