অভিজ্ঞতালব্ধ জ্ঞান যেখানে গুড়িয়ে যায়, কা-জ্ঞান যেখানে প্রতারিত হয়, সেখানেই সক্রিয় হয়ে ওঠে কোয়ান্টাম বলবিদ্যা। একজন হাইজেনবার্গ অনিশ্চয়তার নীতি প্রয়োগ করে যেমন টলিয়ে দিয়েছিলেন চিরচেনা পদার্থবিজ্ঞানের জগৎটাকে, শ্রোডিঙ্গার তার বিরোধিতা করতে গিয়ে ফেঁদেছিলেন এক কাল্পনিক বিড়ালের গল্প। তাতে বরং হিতে-বিপরীতই হয়েছিল। কল্পনার সেই বিড়াল নখর বাগিয়ে আক্রমণ শানিয়েছিল শ্রোডিঙ্গারকে। আইনস্টাইনকেও ছাড়েনি। আক্রমণ-পাল্টা আক্রমণের পর এক সময় রণে ভঙ্গ দেন শ্রোডিঙ্গার ও আইনস্টাইন। কোয়ান্টাম কণাদের অদ্ভুত আচরণ বৈজ্ঞানিকভাবে স্বীকৃতি পায়। এক শ বছর পেরিয়ে এসেও বিজ্ঞানের এই বনেদি শাখা এখনো সমান রহস্যময়। কোয়ান্টাম বলবিদ্যায় কেন সাধারণ কা-জ্ঞান ভেঙে পড়ে, যুগযুগ ধরে চলে আসা পদার্থবিদ্যার সূত্র কেন অচল হয় খুদে কণাদের জগতে, তারই বৈজ্ঞানিক ও দার্শনিক কারণ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে এই বইয়ে। কোয়ান্টাম সুপারপজিশন, শূন্যতার শক্তি, প্রতিকণা আর বোস-আইনস্টাইন কন্ডেন্টসেট নিয়েও রয়েছে বিস্তারিত আলোচনা। পড়তে শুরু করলে এই বই আপনাকে একটানে পৌঁছে দেবে কোয়ান্টামের রহস্যময়, বিচিত্র আর অবিশ্বাস্য জগতে।
আবদুল গাফফার রনি জন্ম ৩ ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপােল গ্রামে, মাতুলালয়ে। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইছামতীর তীরঘেঁষা শ্যামকুড় গ্রামে তাঁর বেড়ে ওঠা । আধাবােহেমিয়ান । ঘর আছে আবার ঘর ছাড়তেও জানেন । প্রকৃতির হাতছানিতে বেরিয়ে পড়েন। দেশের পথে-প্রান্তরে, সাগরে-পাহাড়ে, জঙ্গলে । ভালােবাসেন বই পড়তে, গান নেতে। বিভূতিভূষণের অপু-দুর্গা, ইছামতী, গ্রাম, প্রকৃতি তার মনে গভীরভাবে রেখাপাত করেছে। বিজ্ঞানের বইয়ের ভেতর থেকেও মজা খুঁজে নিতে জানেন । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, মুহম্মদ জাফর ইকবাল আর পথিক গুহকে আইডল মেনে লিখে যাচ্ছেন বিজ্ঞান, প্রকৃতি বিষয়ক লেখা এমনকি গল্পও। পড়া, লেখা আর ভ্রমণের পাশাপাশি দেশের জনপ্রিয়তম বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সহসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। শিশুতােষ গল্পের জন্য ২০১৫ সালে পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড'।