বিয়ের আগে সরলা নারী ভাবেÑ আহ্ বিয়েতে কত সুখ! কিন্তু বিয়ের পর? একেক নারীর জীবনে ঘটে একেক ঘটনা। খুব কাছে থেকে দেখা গল্প তো নয় যেন বাস্তব ঘটনা। ভালবাসা দিয়ে ভালবাসা না পেয়ে যখন এসিডের বোতল হাতে নেয় উন্মাদ যুবক, তখনই লেখক এসে দাঁড়ায় তার বুক বরাবর। ধনী ব্যক্তির অহংকারী কুৎসিত কন্যা পরাজিত হয় দরিদ্র সুন্দরী সখির কাছে। ভার্সিটি পড়–য়া যুবক ছুটি কাটাতে যায় গ্রামের বাড়ি, মুখোমুখি হয় বিচিত্র বিড়ম্বনার। নষ্ট নেতার মুখোশ খুলে গেলে কর্মীর হয় বোধোদয়। ভ্রমণসঙ্গী খুঁজতে গিয়ে দিশেহারা এক বিদেশ ফেরৎ যুবক। রাজা আপোফিস স্বপ্ন দেখেন। কঠিন স্বপ্ন। সে স্বপ্নের ব্যাখ্যা পান কারাগারে বন্দী হযরত ইউসুফ (আঃ) এর কাছে। ইসলামী ঐতিহ্য রূপায়ণ এবং গ্রাম ও নগরের আকর্ষণীয় ঘটনাসহ নারী জীবনের নানা চাপা দুঃখ চিত্রিত হয়েছে এখানে। নারীর অধিকার নিয়ে অনেক কথা বলেছেন এ লেখক। এতো গেল বিষয়, মনে হবে সাদামাটা, কিন্তু রচনা শৈলী? বলা যায় বিমুগ্ধ হওয়ার মত। স্টাইল থেকে স্টাইলে পরিভ্রমণ আহসান সাইয়েদের পুরনো অভ্যাসÑ সে আমাদের জানা। তিনি নিজেই ভাঙেন নিজের শৈলী। এ বইয়ের কোন কোন গল্পেও তিনি ভেঙে দিয়েছেন বাংলা ছোটগল্পের প্রচলিত রচনারীতি। সত্যিই এ এক প্রশংসনীয় শক্তি।
Ahsan Sayeed- (১৯৬৩) বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পিএইচ. ডি. করেছেন ‘বাংলাদেশে হাদীছ চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ’ শিরোনামে অভিসন্দর্ভ রচনা করে। বাংলাদেশে যাঁরা হাদীছ গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছেন তাঁদের মধ্যে প্রফেসর সাইয়েদ গবেষণা ছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ। মিশরীয় লেখক নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প ও সেরা আরব নাট্যকার তওফীক আল-হাকীমের নাটকের বাংলা অনুবাদ গ্রন্থ তাঁকে এনে দিয়েছে বিরল খ্যাতি। এ যাবৎ প্রকাশিত তাঁর গ্রন্থসমূহের মধ্যে রয়েছে : বাংলাদেশে হাদীছ চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ (গবেষণা), হাদীছ সংকলনের ইতিবৃত্ত (গবেষণা), নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প (অনুবাদ), তাওফীক আল-হাকীমের নাটক (অনুবাদ), মাঝরাতে বৃষ্টি (গল্পগ্রন্থ), তিতাসের অট্টহাসি (উপন্যাস), গৃহবধূ পিঞ্জরের পাখি (রম্যরচনা), আপোফিসের স্বপ্ন (গল্পগ্রন্থ)।