''পরলোকে আমি" বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা : প্রযুক্তি ও বিজ্ঞানের সাম্প্রতিকতম তথ্যনির্ভর কয়েকটি রম্যরচনার সমাহার । সমসাময়িক ঘটনা ও সমস্যার আলোকে বিজ্ঞানকে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে রসালো গল্পের আকারে । কখনো কল্পবিজ্ঞান, কখনো সামাজিক ঘটনাবলির পরিপূরক হিসেবে কঠিন বিজ্ঞানকে সহজভাবে তুলে ধরা হয়েছে । একটি গল্পে এক আমেরিকান-বাঙালি ছাত্র বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে পানি সমস্যার সমাধান করতে গিয়ে এক মার্কিন তরুণীর প্রেমে পড়ে যায় । ফলে ভিন্নধর্ম ও সংস্কৃতির মাঝে বিবাহ-সম্পর্কের সমস্যা ও সমাধানের কথা উঠে এসেছে । আরেকটি গল্পে এফবিআইয়ে কর্মরত বাঙালি বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার অনধিকার চর্চার রহস্য উদঘাটন করেন অত্যাধুনিক জীবাণুবিজ্ঞান চর্চার মাধ্যমে । বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্নায়ুবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতিকে সামনে রেখে আগামীতে আমাদের জীবন কেমন হতে পারে, সে সম্পর্কে হাস্যরসাত্মক ভবিষ্যদ্বাণী করা হয়েছে দুটি গল্পে । গল্পগুলো বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই । যারা পড়তে পারেন ও পড়তে ভালোবাসেন তারাই এগুলোর রস আস্বাদন করতে পারবেন ।