১৯৪৭ সালে দেশ ভঙ্গের পর ভারত আর পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের সৃষ্টি হয়। নিরীহ ধর্মেকে কাজে লাগিয়ে ব্রিটিশরা ভারতকে ভাগ করে। হিন্দুদের জন্য ভারত, মুসলিমদের জন্য পাকিস্তান করে দিয়ে যায়। দেশ ভাগের সাথে সাথে ভাই এর সাথে ভাই এর সম্পর্ক ভাগ হয়ে যায়, যেখানে মিশে ছিল ভালােবাসা, বিশ্বাস তা হারিয়ে যায় কালের স্রোতে। সম্পদ আর প্রাপ্তির হিসেবের কাছে রক্তের হিসাব যেন তুচ্ছ হয়। সম্পদের কাছে রক্ত হেরে যায়। সম্পত্তির লােভ যখন মায়ার সম্পর্ককে পেছনে ফেলে দেয় তখন কী ভাঙ্গনের শব্দ হয়? বিশ্বাসের সুতাে বিচ্ছিন্ন হয়? লােহানী বংশের দুই ভাই এর সম্পর্ক ভেঙ্গে যাবার পর শুরু হয় ছােট ভাই কালান লােহানীর জীবনের কাহিনি। কালান লােহানী কী সামনে এগিয়ে যেতে পারবেন? সংসারের প্রয়ােজনে কালান লােহানীর জীবনে আসে নতুন পরিবার। তারপর বড় হতে থাকে তার দুই পরিবারের সন্তানরা। কালক্রমে তার বড় ঘরের সন্তানরা। শিক্ষিত হয়, জীবনের পথ খুঁজে নেয়। সেই পথে চলতে যেয়েও কী তাদের সম্পর্কে ভাঙ্গন ধরবে? তার সম্পদ। বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তবুও কী তার সন্তানেরা একে অন্যের সাথে সম্পর্ক ভাঙ্গবে? নাকি জীবনের প্রয়ােজনে রক্তের সম্পর্ক পেছনে ফেলে এগিয়ে যাবে তারা? উপন্যাসের পাতায় পাতায় জীবনের প্রয়ােজনে তার সন্তানদের এগিয়ে চলার কথা, দেশভাগের পরবর্তী সময়ের কথা আর সম্পর্কের কথা আছে। সেখানে পাঠক কী খুঁজে পাবেন সব প্রশ্নের উত্তর নাকি তাদের জন্য রয়ে যাবে আরও অনেক প্রশ্ন যা আমাদের প্রত্যেকের জীবনে রয়ে যায় একইভাবে?