আন্তর্জাতিকভাবে প্রশংসিত পদার্থবিজ্ঞানী ড. মিশিও কাকু ‘ফিজিক্স অব দি ফিউচার’ বইটিতে আগামী ১০০ বছর এবং তার পরবর্তী সময়ে ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তিগত বিকাশ সম্পর্কে অনুমান এবং ভবিষ্যতবাণী করছেন। তিনি বিজ্ঞানের বিভিন্ন গবেষণা সম্পর্কে উল্লেখযোগ্য বিজ্ঞানীদের সাক্ষাৎকার নিয়েছেন। ভবিষ্যতের কম্পিউটার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা বিজ্ঞান, ন্যানো টেকনোলজি, শক্তির উৎপাদন, মহাকাশ ভ্রমণ এবং সম্পদ ও অর্থনীতির ক্ষেত্রে আগত ভবিষ্যৎ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। প্রতিটি অধ্যায় তিনটি বিভাগে বাছাই করা হয়েছে : নিকট ভবিষ্যৎ (বর্তমান-২০৩০), মধ্যশতক (২০৩০-২০৭০) এবং দূর ভবিষ্যৎ (২০৭০-২১০০)। এককথায়, আমাদের ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে? প্রমাণ, উদাহরণ ও যুক্তির ভিত্তিতে তার বৈজ্ঞানিক উপস্থাপনা এই বইটি। বইটি প্রকাশের পরপরই পাঁচ সপ্তাহের জন্য নিউইয়র্ক টাইমসের সেরা বিক্রয়ের তালিকায় ছিল। ওয়াল স্ট্রিট জার্নাল এটিকে ‘ভবিষ্যতের ক্ষেত্রে অনেকাংশে আশাবাদী দৃষ্টিভঙ্গি’ হিসাবে বিবেচনা করে। দ্য গার্ডিয়ান পত্রিকায় উল্লেখ করা হয়েছে, ‘নিরলস প্রযুক্তিগত আশাবাদ সত্ত্বেও, কাকু বিপ্লবী বিজ্ঞান এবং যাদুকরী প্রযুক্তির একটি সত্যিকার উত্তেজনাপূর্ণ প্যানোরোমা তৈরি করেছেন’।
Michio Kaku (born January 24, 1947) is an American theoretical physicist, futurist, and popularizer of science (science communicator). He is a professor of theoretical physics in the City College of New York and CUNY Graduate Center. Kaku has written several books about physics and related topics, has made frequent appearances on radio, television, and film, and writes online blogs and articles. He has written the New York Times best sellers: Physics of the Impossible (2008), Physics of the Future (2011), The Future of the Mind (2014). Kaku has hosted several TV specials for the BBC, the Discovery Channel, the History Channel, and the Science Channel.