স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফার স্বাধিকার আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, অসহযোগ আন্দোলন এবং স্বাধীনতা ঘোষণা পর্যন্ত সবকিছুই সংঘটিত হয় বঙ্গবন্ধুর প্রত্যক্ষ নেতৃত্বে। ২৫ মার্চ, ১৯৭১ রাতে পাকিস্তানি বাহিনি অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ঢাকায় গণহত্যা শুরু করলে ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ইপিআরএর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি সেনাবাহিনি তাঁকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে অন্তরিন করে। ২৬ মার্চ থেকেই সারাদেশে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় মুক্তিযুদ্ধ পরিচালনাকারি মুজিবনগর সরকার। ১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুরের মুজিবনগরে শপথের মাধ্যমে মুজিবনগর সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মুজিব নগর সরকারের পরিচালনায় ৯ মাস ব্যাপি মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। পাকিস্তানি বাহিনি ব্যাপক গণহত্যা চালিয়ে ৩০ লাখ মানুষকে হত্যা করে, ব্যাপক নারী নির্যাতন চালায়, এক কোটি মানুষ ভারতে শরণার্থি হয়, ভারতীয় বাহিনি ও মুক্তিবাহিনির যৌথ আক্রমণে ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনি আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার হতে মুক্ত হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ স্বদেশ প্রত্যাবর্তন করে স্বাধীন বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন। মুজিবনগর সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়।
লেখক, কবি ও গবেষক, নওশের আলী হিরা চিন্তা চেতনায় একজন প্রগতিশীল মানুষ। জন্মঃ ১৯৬৮ সালের ৫ ডিসেম্বর নড়াইল জেলার সদর উপজেলার সিংগিয়া গ্রামে। তার পিতার নামঃ মৃত শেখ দীন মােহাম্মদ (১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন)। মাতাঃ কামরুন্নেছা বেগম। শিক্ষাগত যােগ্যতাঃ বি,এস.এস(অনার্স) এম,এস,এস (লােক প্রশাসন বিভাগ) ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পুরস্কার পান। ২০১০ সালে জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর হতে সাহিত্যে সম্মাননা পুরস্কার পান। তার প্রকাশিত গ্রন্থ - ২৩ টি। উপন্যাস -১৫ টি ,কবিতা-১ টি,গবেষণা গ্রন্থ-৭ টি। তার পেশা- চাকুরী। তিনি বর্তমানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন অফিসার হিসাবে কর্মরত আছেন। মেধাবী এই লেখক লিখতে চান মানুষের জন্য।