মানুষ প্রতিনিয়তই আহত হয়। আহত হয় পশুপাখি। বর্তমান সময়ের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি আহত হয় ফেসবুক কেন্দ্রিক রিলেশনগুলোর মাধ্যমে। সব মানুষই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে দেখেই মানুষ সামনে এগোতে থাকে। কোন একদিন হয়তো হঠাৎ করেই মানুষের সেই স্বপ্ন ভেঙ্গে যায়। তখনো মানুষ আহত হয়, কষ্ট পায়। সেই স্বপ্ন দেখা, আহত হওয়া, দুঃখ-সুখ আনন্দ-বেদনা নিয়ে জীবন কাটিয়ে দেওয়া কিছু মানুষের জীবন নিয়েই এই আহত পাখির গল্পের সূচনা। এই গল্পে সবচেয়ে বেশি স্বপ্ন দেখেছে মিলি, কিন্তু সেই স্বপ্ন মিলিকে বারবার আহত করেছে। অরণ্য নিজে স্বপ্ন না দেখেও অন্যকে স্বপ্ন দেখিয়েছে, একদিন অন্যের সেই স্বপ্নই আহত করে অরণ্যকে। এক ভয়ঙ্কর দুর্ধর্ষ প্রেমিক কবি, যে স্বপ্ন দেখিয়েছে মিষ্টিকে। কবির সেই স্বপ্নই মিষ্টিকে বারবার আহত করে, আহত হতে হতে মিষ্টি একদিন হারিয়ে যায় অচেনা এক জগতে। ফেইসবুক স্বপ্ন দেখিয়েছে জসিম মামাকে, সেই স্বপ্নই ধীরে ধীরে জসিম মামাকে এক অন্ধকার জগতের সাথে পরিচয় করিয়ে দেয়, অবশেষে জসিম মামা আহত হয়ে সেখান থেকে ফিরে আসে। এভাবেই ধীরে ধীরে গল্প এগোতে থাকে। কখনো হাস্যরস, কখনো গভীর বেদনা, কখনো বাস্তবের নিরিখে সত্য উন্মোচন করার দৃঢ় সাহস নিয়ে এই উপন্যাসের পথ চলা। এই গল্প আপনাকে হাসাবে, মাঝেমাঝে কাঁদাবো, অনলাইন জগতের বাস্তব কিছু চিত্র তুলে ধরবে আপনার সামনে। এই পৃথিবীর সকল মানুষই লেখক, কারো লেখা প্রকাশ পায়, আর কারো লেখা অগোচরেই হারিয়ে যায়। - সাহাবউদ্দিন মাহমুদ