শুভ্রা ফোনটা টেবিলের উপর রেখে একটু ঝুঁকে জিজ্ঞেস করলাে, “কী এমন দরকার যে আমাকে জরুরি তলব করলে এত বছর পর?”। আশ্চর্য! আমি তাে শুভ্রাকে আসতে বলিনি! ওই তাে আমাকে দরকারি প্রয়ােজনে ডেকে আনলাে! আমি ধাক্কাটা সামলে নিলাম, কিছু বললাম না। দেখিনা, ব্যাপারটা কী। “কেন? খুব ঝামেলায় ফেললাম? আগেও তাে মেসেজ পাঠিয়েছি, তুমি রিপ্লাই করােনি। আজ আমার ভাগ্য ভালাে মনে হচ্ছে।” “দেখাে, এত বছর পরে হঠাৎ এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করার ইচ্ছা হওয়ার কথা না আমার। তুমি এমন কাকুতি মিনতি করে মেসেজ পাঠিয়েছাে, মনে হলাে তােমার খুব বিপদ ......... আই কেইম ফর ওল্ড টাইম সেক। এবার বলাে, কী ব্যাপার?” “শুভ্রা, আমি তােমাকে কোনাে মেসেজ পাঠাইনি, বরং তােমার কাছ থেকে মেসেজ পেয়ে এখানে এসেছি।” শুভ্রার কপাল এবার সত্যি কুঁচকেছে। “কী বলছাে? কিসের ম্যাসেজ? আমি তাে পাঠাইনি! কোথায় সেটা, আমাকে দেখাও।” “ডিলিট করে ফেলেছি। মেসেজে লিখেছাে, পড়ে যেন মুছে ফেলি।” “দাড়াও দাঁড়াও! তােমার কাছ থেকে যে মেসেজ। পেয়েছি সেটাতেও লেখা ছিল, পড়ে যেনাে ডিলিট করি। পুরাে ব্যাপারটাই কেমন গােলমেলে মনে হচ্ছে।” হুম ঝামেলা তাে আছেই মনে হচ্ছে। হয় শুভ্রা আমাকে মেসেজ পাঠিয়ে এখন মিথ্যা বলছে অথবা অন্য কেউ আমাদের মধ্যে এই যােগাযােগ করিয়ে দিয়েছে। কিন্তু শুভ্রা কেনাে মিথ্যা বলবে? আর কে আবার আমাদের মধ্যে এই সংযােগ তৈরী করতে চাইবে?
সালমা সিদ্দিকার জন্ম নারায়ণগঞ্জ জেলা শহরে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি ই-কমার্সে পেশা শুরু করেন। বর্তমানে ওয়েলসের রাজধানী কার্ডিফে বসবাস করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সালমা সিদ্দিকা বই পড়তে ভালোবাসেন। স্কুল জীবন থেকে লেখালেখির হাতেখড়ি।অন্যপ্রকাশ আয়োজিত গল্প কবিতা ডটকম নামে অনলাইন ওয়েব পোর্টালে ছোটগল্প লিখে অনেকবার শ্রেষ্ঠ গল্পকার হিসাবে পুরস্কৃত হয়েছেন। তাঁর শ্রেষ্ঠ গল্পগুলো অন্যপ্রকাশ থেকে অমর একুশে বই মেলায় সেরা গল্প সংকলনে প্রকাশিত হয়। সেই সময় থেকেই লেখকের ভক্ত পাঠক শ্রেণী গড়ে উঠে।২০১৮ সালে লেখকের একক প্রথম প্রকাশিত বই "গল্পটা কাল্পনিক" ফয়সল আরেফিন দীপন স্মৃতি সাহিত্য পুরস্কার অর্জন করে।লেখকের ডাইনী সিরিজের তিনটি বই ব্যাপক পাঠক জনপ্রিয়তা পায়। ২০১৮ সালে "ডাইনী" ২০২১ সালে "ডাইনী পুনরাগমন" এবং ২০২৩ সালে "ডাইনী সমাপ্তি" প্রকাশিত হয়।তাঁর লেখা থ্রিলার, হরর আর ব্যাখ্যাতীত বিষয় নিয়ে গল্প পাঠকের বেশী পছন্দের। এছাড়ায় জীবন ধর্মী এবং রম্য লেখাতেও দক্ষতায় একজন পেশাদার লেখক হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছেন।২০২০ সালে "ভ্রান্তিকাল" ২০২১ সালে "চুরমার হিউমার" এবং একই বছর "একটা গোপন কথা ছিল বলবার" ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করে।