বুদ্ধি হবার আগেই একটা মেয়ে পরিবার ও সমাজ থেকে জেনে যায়, "ওখানে যাওয়া যাবেনা, ওই কাজটা করা যাবে না"। ধর্মের দোহাই দিয়ে নারীদের মন সংকীর্ণ করে রাখা হয়। অথচ ধর্ম মানুষের মনকে বিশাল ও পবিত্র করে। স্বামীর অধিকার নিয়ে যখন কোন নারীকে তার ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর খাটানাে হয়, তার বৈধ কাজে বাধা দেয়া হয় তখন সংসার ভেঙ্গে যেতে বাধ্য হয়। ফাতিমার সংসারও ভেঙ্গে গেল। যেই কাজের জন্য সংসার ভাঙ্গলাে সেই কাজের জন্যই এফবিআইয়ের 'মােস্ট ওয়ান্টেড' লিস্টে তার নাম উঠে গেল। তার পিছু নিল এফবিআই এজেন্ট। এই সময় তার জীবনে এলাে আরেক পুরুষ জীবনের সর্বশ্রেষ্ঠ পুরুষ! সেই অনিশ্চিত যাত্রাপথে তার জীবনে সেই পুরুষটি কেমন ভূমিকা রেখেছিল? একজন অসাধারণ নারীর পাঁচটি বছর বিনা বিচারে কাটে কুখ্যাত "বাগরাম" কারাগারে। কী অপরাধ ছিল তার? আর সেখানে তার সাথে কী ঘটেছিল? একজন পিএইচডি হােল্ডার নারী এফবিআইয়ের চোখে যখন "আল কায়দার" সন্ত্রাসী নামে চিহ্নিত হয় তখন তার ভাগ্যলিপি কেমন হয়? কেমন হয়েছিল ফাতিমার ভাগ্যলিপি? তার সামনে জীবনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন সে এই পথ বেছে নিয়েছিল? নিজের ভালাে থাকার জন্য নাকি অন্য কোন উদ্দেশ্য ছিল? জীবনে নিজের সুখ-দুঃখের বাইরে আর কি কোন হিসাব থাকতে পারে?