"কম্পিউটার হ্যাকিং ও ফরেনসিক"১ম ফ্লাপের কিছু কথা: হ্যাকিং নিয়ে সবার কৌতুহলের শেষ নাই । হ্যাকিং ও সাইবার সিকিউরিটি দুটিই একসূত্রে গাঁথা । হ্যাকিং থেকে বাঁচতে হলে আগে জানতে হবে হ্যাকার কিভাবে কাজ করে। বইটিতে হ্যাকিং শিখানাে হয়নি শুধুমাত্র হ্যাকারের কৌশল গুলাে সম্পর্কে আলােচনা করা হয়েছে যাতে হ্যাকিং থেকে নিজেকে বাঁচাতে পারেন। সাইবার ফরেনসিক নিয়েও কাজ করার জন্য বইটিতে ধারণা দেওয়া হয়েছে। বাংলা ভাষায় ফরেনসিক নিয়ে আর কোন বই আছে। বলে আমার জানা নাই। আশা করি বইটি পড়লে আপনাদের সাইবার সিকিউরিটি বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে। ভবিষ্যতে সাইবার যােদ্ধা হিসাবে নিজেকে গড়ে তােলার বীজ এখান থেকেই বপন হবে । পাঠকদের উদ্দেশ্যে কিছু কথা: একবিংশ শতাব্দীর সাইবার চ্যালেঞ্জ মােকাবেলায় সবাইকে সাইবার সিকিউরিটির ব্যাপারে উদ্বুদ্ধ করতে কম্পিউটার হ্যাকিং ও ফরেনসিক বইটি রচিত হয়েছে। বইটিতে খুবই সাধারণ ভাষায় সাইবার সিকিউরিটির দুটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাকিং এবং ফরেনসিক নিয়ে বলা হয়েছে। এটি একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী যেমন বুঝতে পারবেন তেমনি ভবিষ্যতে যাদের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার আগ্রহ আছে তাদেরও এ ব্যাপারে জ্ঞান বৃদ্ধি পাবে। বইটি প্রকাশের একমাত্র উদ্দেশ্য হল সাইবার নিরাপত্তা খাতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বইটি লেখক বা প্রকাশকের অনুমতি ছাড়া ব্যক্তিগত গবেষনা বা শিক্ষামূলক কাজ ব্যতীত ভিন্ন কোন কাজে ব্যবহার করা অপরাধের সামিল। বইটিতে প্রকাশিত সকল তথ্য ও এর ব্যবহারিক প্রয়ােগ শুধুমাত্র শিক্ষনীয় উদ্দেশ্যে দেখানাে হয়েছে এর অপ্রাসঙ্গিক বা অনৈতিক ব্যবহার ডিজিটাল নিরাপত্তা আইনে দন্ডনীয় অপরাধ। এটি আমাদের প্রথম মূল্যবান মতামত [email protected] এই ঠিকানা জানানাের জন্য বিশেষভাবে জানানাের জন্য অনুরােধ করছি। “সাইবার নিরাপত্তায় সচেতন হােক মানুষ এগিয়ে যাক আমাদের বাংলাদেশ।”
সাফফাত আহম্মদ খান-এর গ্রামের বাড়ী নরসিংদী জেলায় হলেও তার জন্ম চট্টগ্রাম শহরে এবং এই শহরে তার বেড়ে উঠা। ছােটবেলা থেকেই তার কম্পিউটারের প্রতি প্রবল আগ্রহ তাই গ্র্যাজুয়েশনের পর আইটিতে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিষ্টেম এ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করছেন পাশাপাশি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। লেখালিখি করছেন। দৈনিক পূর্বদেশ-এর সাপ্তাহিক বিজ্ঞান ও প্রযুক্তি পায় এবং সাইবার সিকিউরিটি নিয়ে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন বিষয়ে ট্রেনিংও প্রদান করে যাচ্ছেন। তিনি ইসি কাউন্সিল থেকে সার্টিফাইড কম্পিউটার হ্যাকিং ও ফরেনসিক ইনভেষ্টিগেটর এবং মাইক্রোটিক সার্টিফাইড কনসালটেন্ট। এটি তার লেখা প্রথম বই। তিনি ভবিষ্যতে সাইবার সিকিউরিটি নিয়ে বাংলা ভাষায় আরাে বই প্রকাশ করার আশা রাখেন।