"আমার কিছু কথা ও আবদুল্লাহ আবু সায়ীদ" বইয়ের ফ্ল্যাপের লেখা: এদেশে নাকি কাক ও কবির সংখ্যা সমান সমান, কিছু বাঁকা দৃষ্টিসম্পন্ন দুষ্টলােকের এ-অভিমত অবশ্যই পরিত্যাজ্য, তবে একেবারে অবিবেচ্য নয়। কারণ পরম ললিতশােভন প্রকৃতি এ দেশের অসংখ্য অনতি-তরুণ মানস পরিমণ্ডলকে কবিতার অপরিমেয় কল্পনার তরলিত জল ধারায় স্নান করাতে বাধ্য করে। এবং তার প্রায় অনতিক্রম্য প্রভাব যৌবনের এক বিশেষ পর্যায় পর্যন্ত স্কুল রসায়নে হলেও প্রবহমান থাকে। সবাই ভাবে সময় হলেই বড় কবি হয়ে উঠবে এবং দেশে-বিদেশে বরেণ্য আসন জুটে যাবে। কিন্তু বাস্তবতার কঠিনতর রূপের আঘাতে কল্পনার মুকুট ভেঙ্গে চূর্ণ হয়ে যায় এবং সবারই প্রায় মােহভঙ্গ ঘটে এবং রণে ভঙ্গ দিয়ে বাস্তবের সন্তান বাস্তবে মিশে যায়। আর ইতিমধ্যেই শিল্প-তাড়না যাদের উদ্ৰান্ত রক্তের অনিয়মতান্ত্রিক গতিধারায় আপন শিকড়টাকে গাঁথাতে পেরে থাকে এবং যারা আকণ্ঠ লড়াকু থাকার ধাতু নিয়ে অবিমিশ্র থাকে তাঁরাই শেষ পর্যন্ত কবিতাকে উত্তেজিত রাতের নিঃসঙ্গ শিস শােনানাের ক্ষমতা অর্জন করতে জানে। বাকি সব ভােরের অনেক আগেই ঝরে পড়ে এবং মিশে যায় কোথায় যেন তা অজানাই থেকে যায়।