পৃথিবীতে রয়েছে বহু দেশ ও বহু ভাষাভাষীর মানুষ তেমনি রয়েছে তাদের শিল্প-সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যেরও নানারূপ। রয়েছে তাদের নিজস্ব লোকজ গল্প, গান ও ছড়া। ধারণা করা হয়, এইসব লোকজ সাহিত্য সৃষ্টি করেছে মানুষ মুখে মুখে, সংরক্ষণও করেছে মুখে মুখে। তবে নানা ক্ষেত্রে তা স্থান, কাল এবং পাত্রভেদে ভিন্নতা পেয়েছে। অনেক সময় ভ্রমণ, ব্যাবসা-বাণিজ্য, লেখাপড়া ইত্যাদি কারণে এক দেশের মানুষ গেছে অন্য দেশে তখন সেই সাথে গেছে তাদের মুখের প্রচলিত গল্পগুলোও। সেটা আবার সে দেশে রয়ে গেছে, ছড়িয়ে পড়েছে সেই দেশেও। অনেকক্ষেত্রে সেই গল্প তার রূপ পরিবর্তন করে নতুন দেশের রূপ ধারণ করেছে। হয়েছে সেই দেশের জীবন-জীবীকার আঙ্গিকে। এভাবেই মুখে মুখে ঘুরে বেড়িয়েছে লোকজ সাহিত্য। এইসব লোকসাহিত্য যা কিনা রূপকথা, উপকথা, কিংবদন্তি বা হিতোপদেশ গল্প। এসব গল্পের প্রধান উপজীব্য প্রাণ ও প্রকৃতি। মানুষ, পশু-পাখি, জীবজন্তু, জড়পদার্থ Ñ এসবের সংমিশ্রণে গল্পের কাহিনী সঞ্চারিত হয়েছে। গল্পের রূপকী চরিত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তা নানা ভাষার নানা জাতির সমাজে বসবাসকারী মানুষেরই কতিপয় চারিত্রির বৈশিষ্ট্য। সত্য-মিথ্যা এবং ন্যায়-অন্যায় বিষয়গুলো অতি সুন্দরভাবে গল্পগুলোতে উপস্থাপিত হয়েছে। দেখা মেলে মিথ্যা ও অন্যায়ের সাজা এবং তাদের করুণ পরিণতি। অপরদিকে দুর্বল চরিত্রের সূহ্ম বিচার-বুদ্ধির কাছে পরাস্ত হয় সমাজের ধনবান ও শক্তিশালী ব্যক্তিবর্গ। এভাবেই এই গল্পগুলোর মধ্যে লুকিয়ে আছে নানান দেশের চেনা পরিচিত মানুষের স্বভাবসুলভ আচরণ। এইসব গল্প থেকে শিশু মনে শুধু রস আস্বাদনই নয় বরং ভালো ও মন্দের পার্থক্য নিরূপণের মাধ্যমে মিশে যাবে কল্পলোকের এক বিশাল জগতে। এই সংকলনের প্রধান প্রচেষ্টা ছিল খুব পরিচিত ও প্রচলিত তবে হারিয়ে যাওয়া নানা দেশের রূপকথার গল্পগুলোকে একত্রিত করে অনুবাদ এবং পরিমার্জন করা। ‘ভিনদেশি রূপকথা-১’-এ রয়েছে সেইসব ভালো লাগার গল্প যেগুলো আমরা ছেলেবেলায় পড়েছি বা শুনেছি। সেগুলোই আবার আমরা তুলে দিতে চাই নিজের শিশুর হাতে। আর সে চিন্তাকে সামনে রেখেই আমাদের এই আয়োজন। এখানে রয়েছে ৩৪ টি ভিন্ন ভিন্ন স্বাদের গল্প। প্রতিটি গল্পই যে কোনো শিশুর মনোজগতকে ন্যায় নীতি, সুন্দর বোধ এবং সর্বপোরি অনাবিল আনন্দে ভরিয়ে তুলবে। এমনই সব গল্পের সমাহার নিয়ে আমাদের পরবর্তী আকর্ষণ ‘ভিনদেশি রূপকথা-২’। পাঠের আনন্দই হোক শিশু মনের প্রকৃত আনন্দ।