“আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ আধুনিক পদার্থবিজ্ঞান জগতের গেটে যে কথাটা লেখা আছে তাতে মনে হয় আপেক্ষিকতা শেখাটা অপরিহার্য। কেউ যদি সেই জগতে ঘুরতে যেতে চান তাহলে বিশেষ আপেক্ষিকতার টিকিটটা অবশ্যই চেক করা হবে। এমনকি আপনার চেনা জগতটাও যে কি বিচিত্র তা বুঝতে হলে আপেক্ষিকতার গল্প পড়তেই হবে । পরমাণুর নিউক্লিয়াসের ভেতর, আলফা সেনেটরিতে ভ্রমণ অথবা কোয়ার্ক, লেপ্টন আর বােজনদের জগতে আপেক্ষিক তত্ত্বের পাঠটা দরকার হবেই আপনার ।থাকলে টিকিট চেকার বের করেও দিতে পারেন । এই বইটা বিজ্ঞানের নতুন এবং রহস্যময় জগতের যাত্রীদের জন্য একটা ছােট্ট গাইড মাত্র। তবে বেশ সহজ গাইড। যাতে অন্তত বিজ্ঞানের নতুন জগতে ভ্রমণের সময় কাউকে বেরিয়ে না আসতে হয় । মােটামুটি প্রাথমিক জ্ঞানটা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে কখনাে আপেক্ষিক তত্ত্ব পড়েনি। তার জন্য বইটি। লেখক অনেকের কাছে ঋণী। এটা আর কিছুই নয় অন্য লেখকদের জ্ঞানের সাথে লেখকের ক্ষুদ্র জ্ঞানের মিশ্রণ। আশা করি বইটি নতুনদের নতুন পদার্থ বিজ্ঞানের টিকিটটা ধরিয়ে দিতে সামর্থ্য হবে । তাহলে এখন খাতা কলম আর বই নিয়ে বসে যান । আশা করি জগতের রহস্যময়। বিশেষ আপেক্ষিক তত্ত্ব ধরা দেবে আপনার কাছে।