"ওয়েস্টার্ন ম্যাজিক ওয়্যাগান" বইয়ের পেছনের কভারের লেখা বিলি বব অস্ত্রটা খালি করল তারপর সেটা ছুঁড়ে দিল রাস্তার ওপর। মাটিতে পড়ে থাকা লােকটার দিকে তাকাল, সে চোখ তুলে দেখছে তাকে। ওই উত্তম পানীয় তােমার কোনাে ক্ষতি করেনি,' বলল বিলি বব। যদি পুরনাে কোনাে কুড়ল তােমার সঙ্গে লাগতে আসে, অবশ্যই সেজন্যে তার খানিক উত্তম-মধ্যম পাওনা হয়, আর ঝাটার বাড়ি খেয়ে তােমার সেরকম কোনাে ক্ষতি হয়েছে বলে মনে করি না।' ঘুরল বিলি বব, লাফ দিয়ে ওয়্যাগানের পেছনে উঠে পড়ল, চেঁচাচ্ছে, ‘অ্যালবার্ট, এখান থেকে নিয়ে চলাে আমাদের। ‘ইয়েস, স্যার, মিস্টার বিলি বব,' বলল অ্যালবার্ট। নিয়ন্ত্রণে এখন আবার বিলি বব, আর অ্যালবার্ট যেন চাষের কাজ করানাের জন্যে কিনে আনা একটা দাস; আমার হিসেবটা আবার দুর্বোধ্য হয়ে গেল। আমি ওদের কাউকে কিছু বললাম না। ওয়্যাগানে উঠলাম, দাড়ালাম আলবার্টের পাশে, তাকে লাইন ধরতে দেখলাম। আমার দিকে ফিরে চোখ মটকাল সে। অবস্থা দেখে মনে হচ্ছে। মিস্টার বিলি বব আরেকটা মেয়েকে ঝুলিয়ে রেখে যাচ্ছেন। ‘মনে হচ্ছে ‘ফালতু খচ্চরকে টান দাও, ইসমায়েল, প্রধান খচ্চরের দিকে ফিরে বলল অ্যালবার্ট, এবং আমরা রওনা হয়ে গেলাম।