"দ্য গোল্ডেন কম্পাস" বইয়ের প্রচ্ছদ থেকে নেওয়া “এই শিশুটি ছাড়া, আমরা সবাই মারা যাব।” লাইরা বেলাকুয়ার জগতটা আমাদের চেনা পরিচিত জগতের মত হলেও তা আবার অনেক দিক থেকে অন্যরকম। এই জগতে সবার আছে একটা করে ড্যিমন। এই ড্যিমন হল আত্মার প্রতিচ্ছবি, জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। ছােট্ট লাইনার নিজের জীবন ভাবনাহীন। তার ড্যিমন সঙ্গী প্যান্টালাইমনকে সাথে নিয়ে অক্সফোর্ডের জর্ডান কলেজের পণ্ডিতদের মাঝে নানা দুষ্টমি আর হাসি-খেলায় কেটে যায় তার দিন। কিন্তু তার ভয়ংকর চাচা, লর্ড অ্যাজরিয়েলের আগমন তাকে টেনে নিয়ে যায় ভয়াবহ এক সংগ্রামের গভীরে গলার আর ছেলেধরা থেকে শুরু করে জাদুপরীর দল আর বর্ম পরিহিত ভালুক, এই সংগ্রামের কেন্দ্রে আছে এরা সবাই। দুর্গম উত্তরদেশে ছেলেধরাদের হাতে বন্দি লাইরার বন্ধু রজার। একই উত্তরদেশে তার চাচা চেষ্টা করছে অন্যজগতে প্রবেশের এক দ্বার খােলার। তাদের দুজনকেই সাহায্য করার ইচ্ছা লাইরার। কিন্তু একজনকে সাহায্য করলে, অন্যজনের কাছে সে হয়ে যাবে মারাত্মক এক বিশ্বাসঘাতক। ভয়ংকর এই পরিণতি সম্পর্কে তার কোনাে ধারণাই নেই। কল্পনাতীত, অপ্রত্যাশিত এই সংগ্রামের জয় পরাজয় নির্ধারণ করার ক্ষমতা আছে শুধুমাত্র লাইরারই হাতে।
জন্ম যশোরে। জাদুকর হিসেবে ইংল্যাণ্ডের বিবিসি ওয়ান চ্যানেলে আত্মপ্রকাশ ঘটলেও লেখালেখির প্রতি তার ঝোঁক একটু বেশিই ছিল। বর্তমানে সে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে লেখাপড়া করার পাশাপাশি গল্প, কবিতা লেখা আর সমসাময়িক ইংরেজি সাহিত্যের গল্প, উপন্যাস বাংলায় অনুবাদ করার কাজে নিয়োজিত আছেন। দ্য গোল্ডেন কম্পাস তার অনূদিত প্রথম গ্রন্থ।