তিনজন ঘনিষ্ঠ বন্ধুর একজন খুন হয়ে গেছে, একজন আছে জেলে, আর অন্যজন সত্য সন্ধানে মরিয়া হয়ে খুঁজছে এক যুগেরও বেশি সময় ধরে। চৌদ্দ বছর পর অ্যাঞ্জেলা ওয়াংয়ের দেহাবশেষ পাওয়া যায় জিওদের বাড়ির কাছের জঙ্গলে, মাটির নিচে। কাইজার এখন সিয়াটল পুলিশের গোয়েন্দা, শেষ পর্যন্ত সত্যটা বের করতে পারে সে-অ্যাঞ্জেলা ওয়াং ছিলো কেলভিন জেমসের শিকার। এই কেলভিন জেমস আরও তিনটি মেয়েকে হত্যা করে সিরিয়াল কিলার হিসেবে পরিচিত। কিন্তু কোনোভাবেই তাকে ধরা যাচ্ছে না। নিজের প্রথম ভালোবাসা ত্যাগ করে এগিয়ে আসে জিও-ধরিয়ে দেয় তাকে, বের হয়ে পড়ে এক রোমহর্ষক ঘটনা। সবাই যখন মনে করে অবশেষে সত্যিটা জানা গেছে; তখনই বেরিয়ে আসে আরও গভীর ষড়যন্ত্র-ভয়ঙ্কর এক সত্য চাপা পড়ে আছে তখনও। সেই দুর্ভাগ্যজনক রাতের ঘটনা ফিরে এসেছে ভয়ঙ্কর আর রোমহর্ষক হয়ে। ঘুমন্ত দানব আবির্ভূত হয়েছে, একের পর এক খুন করা হতে থাকে নির্দিষ্ট শ্রেণির কিছু মানুষকে। কেন? কেন নির্দোষ-নিঃষ্পাপ বাচ্চাদেরও খুন করা হচ্ছে?.কতটা নির্মম হলে মা তার সন্তানকে ঊনিশ বছর পর প্রথমবার দেখা হওয়ার পরেই পৃথিবী থেকে সরিয়ে দেয়ার কথা চিন্তা করতে পারে? কতটা নির্মম হলে একটা মানুষ চৌদ্দ বছর নিজের যন্ত্রণা লুকিয়ে রাখতে পারে?. মানুষের বাঁচার লড়াই, উত্থান-পতন, চাহিদা, ভালোবাসা-রোমান্স-যৌনতা, হিংস্রতা, ভয়ঙ্কর সব দিকই তুলে এনেছেন লেখিকা।. জেনিফার হিলিয়ার তার সাইকোলজিক্যাল ক্রাইম থৃলার জার অব হার্টস-এ দেখিয়েছেন, আমরা যা দেখতে চাই, তাই দেখি। কিন্তু যা দেখি তা-ই সব নয়!