‘ভ্যালেন্টাইনের কৃষ্ণশিকল’ উপন্যাসটি হচ্ছে ‘ভ্যালেন্টাইনস ডে’র গল্প। ভ্যালেন্টাইনস ডে' উপলক্ষ্যে লাবিব ও তৃপ্তির শারীরিক তাড়নাকে নিয়ন্ত্রণ করতে না পারার কাহিনী এটি। বান্দরবানের পাহাড়ে বেড়াতে গিয়ে ১৪ ফেব্রুয়ারি রাতে ‘সাইরু হিল রিসাের্টে বিবাহপূর্ব প্রথম শারীরিক সম্পর্ক হয় ওদের। তারপর ঢাকায় ফিরে তৃপ্তির বান্ধবী শান্তির বাসায় চলে ওদের রুম ডেট। এসব ঘটনার সমান্তরালে শান্তিও লাবিবের প্রতি আকৃষ্ট হয়। ওর সাথে অবৈধ শারীরিক মিলনের জন্য পাগল হয়ে ওঠে শান্তি। বান্দরবান ভ্রমণের ব্যবস্থা করার জন্য তৃপ্তি শান্তিকে ‘ভ্যালেন্টাইন ট্রিট’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাে। শান্তি তৃপ্তির কাছে ‘ভ্যালেন্টাইন ট্রিট’ হিসেবে একদিনের জন্য লাবিবকে বয়ফ্রেন্ড হিসেবে চায়। অবশ্য সেটা ছিলাে শুধু গাড়িতে করে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানাের জন্য। কিন্তু লাবিবকে নিয়ে নিজের বাসায় ফিরে এসে ‘সাইরু হিল রিসাের্ট’ ও নিজের বাসার গেস্টরুমের সামনের সিসিটিভি ফুটেজকে ভিত্তি করে লাবিব ও তৃপ্তির রুম ডেটের প্রমাণ ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে শান্তি লাবিবকে ব্ল্যাকমেইল করে। লাবিব বাধ্য হয় তৃপ্তির অজান্তে শান্তি ও তার বান্ধবী স্নেহার সাথে যৌনসঙ্গম করতে। কিন্তু এরপরও ছাড়া পায় না লাবিব। বারবার এই পাপ করার জন্য শান্তি ওকে চাপ দেয়। ভয়াবহ একটা কৃষ্ণশিকলে আটকা পড়ে অনিশ্চিত পরিণতির ভয়ে ছটফট করতে থাকে লাবিব।