"লাইফ হ্যাকস" বইয়ের ফ্ল্যাপের লেখা: গভীর রাত শেষে যেমন ভােরের আলাে ফুটে, তেমনি জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এরই মধ্যে কারাে জীবন দীর্ঘ হয়, আবার কারাে জীবন সংক্ষিপ্ত। এই ছােট জীবন থেকে কারাে অনেক বেশি চাওয়া-পাওয়ার থাকে, আবার কেউ খুব সাধারণভাবে জীবনটা পাড়ি দিতে চায়। কেউবা আত্মনিয়ােগ করে মানব সেবায়। আমাদের মধ্যে অনেকেই আছে, যারা ভালাে কাজে অংশীদার হতে চায়। কিন্তু জীবনে বাস্তবতার ব্যস্ততায় আর তা হয়ে উঠে না। শুধু চিন্তা করে যখন জীবনে অবসর সময় হবে, তখন ভালাে কাজের অংশীদার হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে- এই ব্যস্ত জীবন আপনাকে কখনােই অবসর সময় দিবে না। কিছু না কিছুর ব্যস্ততায় জীবনটা ফুরিয়ে যাবে। জীবন কখনাে অবসর সময় দিবে না। সময়টা আপনাকে করে নিতে হবে। যখন আপনার মধ্যে ভালাে কিছু করার উপলব্ধি আসবে, তখন থেকেই তা শুরু করবেন। জীবনে উন্নতি করার জন্য যে মূলমন্ত্রগুলাে আছে, সেগুলাে আমরা সবাই জানি, কিন্তু উপলব্ধি করতে পারি না। সময় খুবই স্বার্থপর। আপনার জন্য কখনাে অপেক্ষা করবে না। সময় চলমান থাকবে। আপনাকেই সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যতে হবে। মনে রাখবেন, জীবনে কখনাে নিজেকে পরাজিত ভাববেন না হয় জিতবেন, না হয় শিখবেন। আর নিজের অবস্থান নিয়ে শুকরিয়া আদায় করবেন এবং নিচের দিকে নজর দিন। তাহলেই বুঝতে পারবেন যে আপনি কতটা সৌভাগ্যবান।