"কিশোর অ্যাডভেঞ্চার কাহিনি" বইয়ের ফ্ল্যাপে লেখা এডমন্ডের ভাগ্য ভালাে। একটু পরেই এক বােম্বেটে জাহাজের নাবিকের চোখে পড়ে গেল সে। সঙ্গে সঙ্গে জাহাজের ক্যাপ্টেনের আদেশে এডমন্ডকে তুলে আনা হলাে জাহাজে। তার বিকট চেহারা দেখে সবাই আঁতকে উঠল। ঘটতে শুরু করল নানা রহস্যময় ঘটনা কিন্তু কেন?... মবিডিক হারম্যান মেলভিল প্রখ্যাত লেখক হারম্যান মেলভিলের অন্যতম রােমাঞ্চকর কাহিনি ‘মবিডিক'। এই গল্পে মবিডিক নামে একটি খুনে তিমিকে হত্যার জন্য ব্যাকুল হয়ে ওঠে খোড়া পায়ের নাবিক ইশমেল। তার নানা প্রচেষ্টা ও ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েই হারম্যান মেলভিল ‘মবিডিক’ নামে এক অসাধারণ কিশাের অ্যাডভেঞ্চার কাহিনি রচনা করেছেন। ক্যাপ্টেন আহবের মাথায় সবসময় ঘুরছে মবিডিক। তাকে মারার জন্য যে কোনাে কৌশল অবলম্বন করতে রাজি সে। তাই ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের কামারশালায় মবিডিককে মারার জন্য রেসের ঘােড়ার পায়ের নালে মারা থাকে যে পেরেক সেরকম একগাদা পেরেক থেকে তৈরি হলাে এক হারপুন। হঠাৎই অমঙ্গলের একটা ঘটনা ঘটে গেল। মাস্তুলে বসেছিল নজরদার যে জাহাজি, সে হঠাৎই পড়ে গেল সমুদ্রে। সঙ্গে সঙ্গে জাহাজের কাঠের বয়াটি ছুঁড়ে দেয়া হলাে তার দিকে। কিন্তু শুকনাে বয়ায় ফাটল ধরেছিল। জল ঢুকে ভারি হয়ে ওই জাহাজি সমেতই তা তলিয়ে গেল। গভীর সমুদ্রে। ভয়ে আর অতঙ্কে দিশেহারা সবাই। তিনটি কাহিনিই সমানভাবে কিশাের পাঠকদের সেরা বিনােদনের যােগান দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।