বাংলা ভাষার যেমন বর্ণমালা আছে তেমিন ইংরেজি ভাষারও রয়েছে বর্ণমালা। এই বর্ণমালা দুইভাবে লেখা হয়ে থাকে। একটি হলো বড় হাতে (Capital Letter) এবং অন্যটি ছোট হাতের (Small Letter) লেখা। রব্বানী চৌধুরী ইংরেজি বর্ণমালা নিয়ে এ বইটি ইংরেজিতে রচনা করেছেন। ইংরেজি বর্ণমালায় যে কয়েকটি বর্ণ রয়েছে সেই বর্ণগুলো নিয়ে লিখেছেন আলাদা আলাদা ছড়া। যেমন― A For Apple B For Bee A is asking B What is the difference between An apple and a bee? C For Camel D For Dog C is telling D I like camel; you like dog Ha-ha-he-he! বর্ণমালা পড়তে শেখা সদ্য শিশুদের জন্য এটি একটি উপযুক্ত বই। বর্ণমালাগুলো পড়ার পাশাপাশি তারা একটি একটি করে শব্দও শিখতে পারবে। আর এ বইয়ে উদাহরণ হিসেবে যে সমস্ত শব্দ বা জিনিস ব্যবহার করা হয়েছে তা খুব পরিচিতি। ফলে দ্রæত চিনে শিশুরা আয়ত্ত করতে পারবে। শিশুশিক্ষার স্কুলগুলোতে বইটি পাঠ্য হিসেবে রাখা যেতে পারে। সহজ পদ্ধতিতে ইংরেজি বর্ণমালা শেখার জন্য এটি খুবই কার্যকর একটি বই। ইংরেজি ভাষা শিক্ষার জন্য বর্ণমালা শেখার বিকল্প নেই। যত তাড়াতাড়ি বর্ণমালা শিখতে পারবে তত তাড়াতাড়ি ভাষা শেখার পথ সুগম হবে। রঙিন এ বইটির ছড়াগুলোর সাথে রয়েছে খুব সুন্দর ছবি। ছড়ার সাথে মানানসই ছবি থাকাতে এগুলো শিখতে পড়তে চিনতে খুবই সহায়ক হয়। একবার-দুইবার চেষ্টা করলে বড়দের সাহায্য ছাড়াই ছড়াগুলো শিখে ফেলতে পারবে শিশু শিক্ষার্থীরা। তবে শিক্ষকরা যখন বইটি ছাত্রদের পড়াবেন তখন যদি ইংরেজি পাঠের সাথে সাথে বাংলা অনুবাদ করে পড়ানো হয় তবে সেটা বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য অনেক সহজ হবে। প্রবাসে আমাদের দেশের অনেক মানুষ থাকে। তাদের শিশুসন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে বইটি সহায়ক হতে পারে। এ ছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও বইটি রাখা যেতে পারে। শিশু-কিশোরদের যদি ছোটবেলা থেকেই ইংরেজি ভাষা শিক্ষার চর্চা দেওয়া যায় তবে পরবর্তী জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা খুবই ব্যবহার উপযোগী হয়ে ওঠে। বইটির প্রথমেই অ টু ত বড় হাতের লেটার ও ধ টু ু ছোট হাতের লেটার রয়েছে। বইটি সবার কাছে সমান সমাদৃত হবে বলে আশা করা যায়।
রব্বানী চৌধুরী ছড়া সাধনায় এক নিরলস শব্দবাহু। নতুন নতুন ছন্দ ও অন্ত্যমিলের এক কীর্তিমান কাণ্ডারি । তার ছড়া সত্যের আলাে ছড়ায়। তাঁর ছড়া মানবতার অমােঘবাণী। তাঁর ছড়া মানুষকে মানুষ হওয়ার মন্ত্র দেয়। তাঁর ছড়া নিয়ে দেশে-বিদেশে অনেকেই গবেষণা করছেন। রব্বানী চৌধুরী নীতি শিক্ষার ছড়ার জনক। ‘ছড়ায় ছড়ায় নীতিকথা’ বাংলাসাহিত্যে প্রথম একক নীতি কথার ছড়া। এ পর্যন্ত নীতি কথার ছড়া রচনায় এত ছড়া ও ছড়ার বই কেউ লিখতে পারেননি। তিনি নীতি কথার ছড়ার বই রচনায় নতুন জোয়ার সৃষ্টি করেছেন। এখন তাঁর পথ অনেকেই অনুসরণ করছেন। আমাদের প্রকাশনী থেকে রব্বানী চৌধুরীর ‘সুনীতির ছড়া’, ‘নীতির মিঠাই’, ‘ছড়াগল্পে নীতিকথা’ প্রভৃতি শিশুদের মানস গঠনে বিশাল ভূমিকা পালন করবে। কবি বন্দে আলী মিয়া সত্যই বলেন, ‘রব্বানী চৌধুরীর ছড়া-কবিতাগুলি যুগ-যন্ত্রণার উজ্জ্বল পথিকৃৎ। কবিশ্রেষ্ঠ শামসুর রাহমান বলেন, 'ছড়ার বিশুদ্ধ সাহিত্যিক। ওপার বাংলা থেকে বলা হয়েছে, ‘ছড়াঋষি। এ যাবত পর্যন্ত লিখিত আশির অধিক ছড়াগ্রন্থের জনক রব্বানী চৌধুরী একালের ছড়া জগতে এক বিস্ময়কর প্রতিভা। আমি তাঁর মঙ্গল কামনা করি। -দেওয়ান আজিজ