"দ্য সাটল আর্ট অব নট গিভিং অ্যা ফাক" বইয়ের পিছনের কভারের লেখা: বিগত কয়েক বছরগুলােতে, মার্ক ম্যানশন তার জনপ্রিয় ব্লগের মাধ্যমে আমাদের নিজেদের জন্য এবং আমাদের পৃথিবীর জন্য বিভ্রান্তিমূলক প্রত্যাশাগুলাে চিহ্নিত করার জন্য কাজ করছেন, সে এখন তার কঠিন যুদ্ধলব্ধ জ্ঞানকে বহু বিভ্রান্তি ধ্বংসকারী এই বইয়ের মধ্যে একত্রিত করেছেন। ম্যানশন যুক্তি দেখান যে মনুষ্য জাতি দ্বিধান্বিত এবং সীমাবদ্ধ। এর জন্য তিনি লিখেছেন যে, “সবাই অসাধারণ গুণের অধিকারী না- সমাজ বিজেতা এবং দুর্ভাগা উভয়ই রয়েছে, এবং এতে তােমার কোনাে ভুল নেই” ম্যানশন আমাদেরকে উপদেশ দেন যে, আমাদের সীমাবদ্ধতাগুলাে সম্পর্কে জানতে এবং সেগুলােকে গ্রহণ করে নিতে- এটাকে তিনি ক্ষমতায়নের আসল উৎস বলে আখ্যায়িত করেছেন। একবার যখন আমরা আমাদের ভয়, ভুল এবং অনিশ্চয়তাগুলােকে আলিঙ্গন করতে পারবাে- একবার যখন আমরা এড়িয়ে যাওয়ার জন্য দৌড়ানাে বন্ধ করবাে, এবং কষ্টদায়ক সত্যিগুলাের মুখােমুখি হওয়া শুরু করবাে- আমরা সাহস বা আত্ম-বিশ্বাসকে খোঁজা শুরু করতে পারব যেগুলাে সত্যিই আমাদের আকাক্ষিত। ম্যানশন বলেন, “আমাদের জীবনে খুব কম বিষয় আছে যেগুলােকে সত্যি সত্যি গুরুত্ব দেয়া যায়, তাই তােমাকে অবশ্যই তােমার গুরুতৃগুলােকে বুদ্ধিমত্তার সাথে পছন্দ করতে হবে।' ম্যানশন সেই সময় আমাদের কাধে সাহায্যের হাত দিয়েছেন যখন এটা আমাদের জন্য খুবই দরকার ছিল এবং তখন আমাদের চোখের দিকে চোখ রেখেছেন যখন সত্যিকার অর্থেই আসল কথা বলার সময়। তার এই বইটি আনন্দদায়ক গল্প, নিষেধবাণী, নির্মম ব্যঙ্গ কৌতুক দ্বারা পরিপূর্ণ। এই ঘােষণা পত্রটি হলাে আমাদের সবার মুখের উপরে একটি সজীবকারী বা তরতাজাকারি থাপ্পড়, যাতে করে আমরা আরাে সন্তুষ্ট এবং দৃঢ় ভিত্তি স্থাপন কারী হতে পারি।
Mark Manson (born March 9, 1984) is a self-help author, personal development consultant, entrepreneur, and blogger. He blogs under his own name at an eponymous website, and as of 2019 had authored three books, the First book being Models: Attract Women Through Honesty, The 2nd book is The Subtle Art of Not Giving a F*ck: A Counterintuitive Approach to Living a Good Life which rose to number six on The New York Times bestseller list. His latest book is called Everything Is F*cked: a Book About Hope.