"ডিজিজ ডায়াগনোসিস এ্যান্ড ট্রিটমেন্ট" বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ এলােপ্যাথিক চিকিৎসা মানুষের স্বাস্থ্যকে সুস্থ, নিরােগ, সাবলিল, দীর্ঘজীবন সুনিশ্চিত করতে চিকিৎসা ব্যবস্থার বার্তা পৌছে দিতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টা ও কঠোর পরিশ্রমে অনেক রােগ ব্যাধি প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। বর্তমানে অধিকাংশ রােগযন্ত্রণা অপসারণ ও উপশমে বিস্ময়কর অগ্রগতি হয়েছে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি অতি স্বল্পোন্নত দেশ। এর শতকরা ৮০ জন লােক গ্রামে বাস করে। বাংলাদেশ গ্রীষ্মকালীন দেশ বলে এখানে সাধারণ রােগ ও রােগীর সংখ্যা অনেক দেশের তুলনায় অত্যন্ত বেশি। আবার অনেক নতুন নতুন ব্যাধির আগমন হয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরাও বসে নেই। তারাও সেই সকল রােগের প্রতিকার, প্রতিষেধক ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন। স্বাস্থ্যের উন্নতি ও দ্রুত জনসংখ্যার হ্রাস, গর্ভবতী মা-শিশুর ও আপামর জনসাধারণের স্বাস্থ্যের উন্নতি ও মৃত্যু হ্রাস করা। বিশ্বের সার্বিক আবহাওয়া দূষিত ও কুলষিত। ফলে সৃষ্টি হচ্ছে নূতন নূতন রােগ ব্যাধি। প্রাচীন প্রচলিত ব্যাধি হতে আরম্ভ করে বর্তমান ব্যাধিগুলির নিরাময়ক ওষুবলি আবিষ্কৃত হচ্ছে। এ সমস্ত রােগগুলি ও ওষুধের তালিকা সংগ্রহ করে তা লিপিবদ্ধ করা হয়েছে। ডিজিজ, ডায়াগনােসিস এন্ড ট্রিটমেন্ট নামক পুস্তকে প্রতিটি রােগের উৎপত্তিগত কারণ, লক্ষণ ও উপসর্গ, অনুসন্ধান, চিকিৎসা, পথ্য ও পরামর্শ, প্রতিরােধ প্রভৃতি বিশদভাবে সহজ-সাবলীল ভাষায় লিপিবদ্ধ হয়েছে। এ পুস্তকের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসায় নিয়ােজিত অসংখ্য নার্স, পল্লী চিকিৎসক, সামান্য জ্ঞানসম্পন্ন ব্যক্তি, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা, চিকিৎসা সহকারী, প্যারামেডিক্স পরিবার কল্যাণ পরিদর্শিকা, সিএসবিএ ও কমিউনিটি হেলথ প্রােভাইডার তারা এলােপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা সম্পকে একটি সুন্দর দিক ও স্বচ্ছ। নিদের্শনা লাভ করে সঠিক রােগ নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা দিতে পারবে সেদিকে বিশেষ নজর দেয়া হয়েছে। তাদের পেশাগত কাজে ও দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
ডাঃ মোঃ মোজাম্মেল হোসাইন এম.বি.বি.এস. পি.জিটি. (মেডিসিন), সি.এম.ইউ. ডি.এম.ইউ. (ঢাকা), তিনি ১৯৬০ খ্রি. টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় তরফপুর ইউনিয়নে দড়ানী পাড়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং শৈশব কাল অতিবাহিত করেন । পিতার নাম : মোঃ মোয়াজ্জেল হোসেন এবং মাতার নাম : আয়েশা বেগম, লেখকের আরও একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘পরিবার-পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহের তথ্যাদি' । বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো ।