"আত্মজীবনী : যোসেফ গ্যারিবাল্ডি" বইয়ের পেছনের কভারে লেখা: বিশ্বইতিহাসের স্বনামধন্য ব্যক্তিদের জীবনের তালিকা তৈরি হলে গিয়েসেপ্পে মারিয়া গ্যারিবান্ডির নাম সহসাই চোখে পড়বে। উনবিংশ শতাব্দির ইউরােপের মানচিত্রে গ্যারিবান্ডি এক অপরিহার্য নাম। বিশ্বব্যাপি তিনি বহুল পঠিত। গত শতকের প্রথমার্ধের শিক্ষিত বাঙালি তরুণ সম্প্রদায়ের কাছে গ্যারিবান্ডি ছিলেন এক অতি আগ্রহের পাঠ। কিন্তু লক্ষ্য করা গেছে, বর্তমান বাংলাদেশের বেশির ভাগ তরুণ-তরুণী গ্যারিবান্ডির নামই জানে না। এতে তদের পুরােপুরি দোষ দেওয়া যাবে না। কারণ বাংলায় গ্যারিবান্ডি সম্পর্কে বিশেষ কিছু নেই। '৬০-এর দশকের প্রথম দিকে সংক্ষিপ্ত একটি জীবনী পাওয়া যেত। কিন্তু সেটাও সম্ভবত বইয়ের জগতে এখন অনুপস্থিত।আর গ্যারিবান্ডিকে জানতেই যদি হয়, সেটা তার আত্মজীবনী থেকে জানাই শ্রেয়। এ কথা মাথায় রেখেই গ্যারিবান্ডি সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে Memoirs of Garibaldi ভাষান্তরের উদ্যোগ। এ বইয়ের প্রতিটি পৃষ্ঠায় জড়িয়ে আছে তার যুদ্ধ, মৃত্যুর হাত থেকে ফিরে আসা, মানুষের প্রতি মমত্ব, ব্যক্তিগত প্রেম, পিতা-মাতার প্রতি দরদ, দেশপ্রেম এবং দরিদ্র জনগােষ্ঠির প্রতি নিমগ্ন সমর্থনের কথা। আছে দুঃসাহসী স্ত্রী অনিতার প্রেমের কথা। আছে মানুষের জন্য জীবনযুদ্ধে হেরে না যাওয়ার প্রেরণা।