"মুরাকামির ছোটগল্প সংকলন" বইয়ের পেছনের কভারে লেখা: হারুকি মুরাকামির জন্ম ১৯৪৯ সালে, জাপানের কিওতাে শহরে। তাঁর লেখা গল্প এবং উপন্যাসগুলাে শুধুমাত্র জাপানে নয়, সারা পৃথিবীতেই বেস্টসেলার হয়েছে। অন্তত ৫০টি ভাষায় তাঁর কাজগুলাে অনূদিত হয়েছে। বিশ্বজুড়ে অনেকগুলাে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। উল্লেখযােগ্য যেসব পুরস্কার পেয়েছেন তার মাঝে আছে গাঞ্জো পুরস্কার (১৯৭৯), নােমা সাহিত্য পুরস্কার (১৯৮২), তানিজাকি পুরস্কার (১৯৮৫), ইয়ােমিউরি পুরস্কার। (১৯৯৫), ওয়ার্ল্ড ফ্যান্টাসি পুরস্কার (২০০৬)। এবং ফ্রাঙ্ক ও'কননর আন্তর্জাতিক ছােটগল্প পুরস্কার। বিগত কয়েক বছর যাবৎ নিয়মিতভাবে নােবেল পুরস্কারের মনােনীত তালিকাতেও থাকছেন তিনি। মুরাকামিকে বলা হয়ে থাকে জাপানের সবচেয়ে নিরীক্ষামূলক ঔপন্যাসিক ও গল্পকার উপন্যাস ও গল্প দুটোতেই তিনি সব্যসাচী। সমানভাবে স্বতঃস্ফুর্ত ও দক্ষ। সাধারণত তার গল্প বা উপন্যাসের কাহিনীগুলাে ম্যাজিক্যাল রিয়েলিজম, উপকথা, রহস্যময়তা এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীকে ঘিরে আবর্তিত হয়। এগুলাের মধ্য দিয়ে ব্যক্তি-মানুষ ও সামাজিক-মানুষের সামষ্টিক জীবনের যন্ত্রণা চমৎকারভাবে উঠে আসে। মুরাকামির গল্প পড়ার পর একটা অদ্ভুত প্রতিক্রিয়া পাঠক অনুভব করে থাকেন। পাঠ সমাপ্তির পর একটা অন্ধকারময়, নিরানন্দ ও অসহায় মুহূর্ত পাঠকের মাঝে বিরাজ করে। একই সাথে সে আক্রান্ত হয়। নস্টালজিয়া, নিয়তি ও ট্র্যাজেডি উদ্ভুত আপাত ব্যাখ্যাহীন কোন বােধ দ্বারা ঠিক যেমন Beatles, Bach অথবা Beethoven এর সঙ্গীতের মূৰ্ছনা আমাদেরকে আক্রান্ত করে রাখে। শেষ হয়ে যাবার পরেও উল্লেখ্য, গল্প উপন্যাসের পাশাপাশি মুরাকামি নন-ফিকশনও লিখেছেন। ম্যাজিক্যাল রিয়েলিজম, উপকথা, রহস্যময়তা এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী মিলিয়ে তৈরি মুরাকামির নিজস্ব জগতের মানচিত্র এই গল্প সংকলন।